বাংলা হান্ট ডেস্কঃ ‘পার্থ চট্টোপাধ্যায় আমার বাড়িকে মিনি ব্যাঙ্ক হিসেবে কাজে লাগাতেন। আমি ওই টাকায় কোনওদিন হাত পর্যন্ত দিইনি’, জিজ্ঞাসাবাদ মাঝে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ঠিক এহেন মন্তব্য করেছেন বলেই দাবি ইডির (ED)। তবে বর্তমানে কে সত্যি কথা বলছে, কিংবা এ বক্তব্যের আদৌ কোন সত্যতা রয়েছে কিনা, সেটাই বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।
গত শুক্রবার SSC সংক্রান্ত দুর্নীতি মামলায় বাংলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় ইডি অফিসাররা। সেই সময় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি নগদ অর্থ, একাধিক সোনা গয়না, মোবাইল ফোন এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে তারা। সমগ্র ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ অর্থ দেখে বিস্মিত হয়ে যায় সকলে। একজন অভিনেত্রীর কাছে এত অর্থ কি করে আসতে পারে, তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে।
পরবর্তীতে, তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বর্তমানে দশ দিনের হেফাজতে রয়েছেন তারা। জিজ্ঞাসাবাদের মুখে অর্পিতা মুখোপাধ্যায় তদন্তে সবরকম সহায়তা করে চলেছেন বলে ইডি সূত্রে খবর। আর এর মাঝেই এসএসসি মামলায় উঠে এলো চাঞ্চল্যকর প্রসঙ্গ।
ED সূত্রে খবর, জেরা চলাকালীন অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেন যে, তাঁর বাড়িকে নাকি ‘মিনি ব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়। সপ্তাহে কখনো একদিন, আবার কখনো দশ দিন ছাড়া ছাড়া হাজির হয়ে টাকা রেখে যেতেন তৃণমূল নেতা। এমনকি বিভিন্ন সময়ে তাঁর কোন সঙ্গী এসেও বিপুল পরিমাণ অর্থ সেই ফ্ল্যাটে রাখত বলে জানিয়েছেন পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী। তবে বর্তমানে কে সত্যি কথা বলছে, সে বিষয়ে যথেষ্ট জল্পনার সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, বাংলায় এক অভিনেতার মাধ্যমে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি হয়। বর্তমানে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে পাওয়া বিপুল পরিমাণ অর্থের সঙ্গে এসএসসি দুর্নীতি মামলার সম্পর্ক রয়েছে বলেই অনুমান ইডির। এর মাঝেই অর্পিতা মুখোপাধ্যায়ের ‘মিনি ব্যাঙ্ক’ প্রসঙ্গ এই মামলায় এক নতুন দিক খুলে দিলো বলে দাবি করেছে তারা।