ছবি থেকে সরে গিয়েও মানহানির মামলা যশের! ফ্লপ হয়েও খবরে ‘চিনেবাদাম’

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির ঠিক আগে আগে অন‍্য সব ছবিকে ছাপিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং এনা সাহা অভিনীত ‘চিনেবাদাম’ (Cheenebadam)। ছবিতে অভিনয় করেও মুক্তির ঠিক আগে প্রচার থেকে সরে দাঁড়িয়েছিলেন নায়ক। পালটা তোপ দেগেছিলেন পরিচালক শিলাদিত‍্য মৌলিক। এমনকি তিনি এও দাবি করেছিলেন, একটি গানে এক ‘কালো ছেলে’কে নাচানোয় আপত্তি প্রকাশ করেছিলেন যশ।

সে সময়ে অভিনেতা হুমকি দিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে মিথ‍্যে অভিযোগ আনা হয়েছে। দরকারে আইনি পদক্ষেপ নেবেন তিনি। বুধবার ইন্ডাস্ট্রির অন্দরে খবর ছড়ায়, সেই পদক্ষেপ নাকি নিয়ে ফেলেছেন যশ। কোটি টাকার মানহানির মামলা দায়ের করে পরিচালকের কাছে নাকি আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।

Yash 1
সূত্রের খবর বলছে, বুধবার সকালেই পরিচালককে আইনি নোটিস পাঠিয়েছেন যশ। পালটা শিলাদিত‍্য মৌলিক নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ শুরু করেছেন। চিনেবাদাম এর বিষয়ে যশের পাঠানো কিছু মেসেজ তাঁর কাছ রয়ে গিয়েছে। সেগুলো দেখিয়েই পালটা অভিনেতার বিরুদ্ধে তিনিও মানহানির মামলা করতে পারেন বলে খবর।

যদিও সংবাদ মাধ‍্যমকে চিনেবাদাম পরিচালক জানান, মুম্বইয়ের বাড়ি থেকে সবেমাত্র কলকাতায় ফিরেছেন তিনি। তাঁর কাছে এখনো পর্যন্ত কোনো আইনি নোটিস এসে পৌঁছায়নি। অন‍্যদিকে মুখে কুলুপ এঁটেছেন যশও।

পরিচালক প্রযোজকের সঙ্গে মতপার্থক‍্যের জেরে বেরিয়ে গিয়েছেন, ‘চিনেবাদাম’ মুক্তির আগে সরে দাঁড়ানোর এমনটাই কারণ দেখিয়েছিলেন যশ। যদিও টলিউড থেকেই তুমুল নিন্দা শুনতে হয়েছিল তাঁকে। পারিশ্রমিক পেতেই নাকি প্রযোজককে জলে ফেলে দিয়ে সরে পড়েছেন যশ, কটাক্ষ করেছিলেন টলিউডের এক প্রযোজক।

অন‍্যদিকে অভিনেতা চুক্তি ভেঙে বেরিয়ে যেতে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক। গানের দৃশ‍্যের ব‍্যাকগ্রাউন্ডে একজন ‘কালো ছেলে’কে নাচতে দেখে নাকি নাক সিঁটকেছিলেন যশ। পালটা পরিচালকের কথা ‘মিথ‍্যে’ বলে দাবি করেন অভিনেতা।

যদিও নেতিবাচক প্রচারও বিশেষ কাজে আসেনি চিনেবাদাম এর‌। মুক্তির প্রথম দিন থেকেই ফ্লপ ঘোষনা হয়ে গিয়েছিল ছবিটি। আগামীতে নুসরত জাহানের সঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ আর নুসরত ফারিয়ার সঙ্গে ‘গ‍্যাংস্টার’ ছবিতে দেখা যাবে যশকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর