বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতের মাটিতে চেন্নাইয়ে আয়োজিত হয়েছে ৪৪ তম দাবা অলিম্পিয়াড। সেই প্রতিযোগিতায় নাম দিয়েছিল পাকিস্তানও। কিন্তু আচমকাই তারপর রাজনীতিকরণের অভিযোগ দিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিলো প্রতিবেশী দেশ। ফলস্বরূপ পাকিস্তানের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এবং নিন্দা জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।
এই প্রতিযোগিতায় অংশ নিতে পাকিস্তানের দল ভারতে চলে এসেছিল। তারপরও কি করে এমন সিদ্ধান্ত তারা নিতে পারল তা নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স হতবাক। পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে যে ভারতের দুর্নীতিপূর্ণ কাজ যা খেলাকে রাজনীতির সঙ্গে যুক্ত করেছে তারা তার নিন্দা করছে। জম্বু কাশ্মীর দিয়ে মশাল নিয়ে গিয়ে ভারত এই প্রতিযোগিতার রাজনীতিকরণ করেছে বলে তাদের অভিযোগ। যদিও ভারতীয় বিদেশমন্ত্রক তারা সাফ জানিয়ে দিয়েছে জম্বু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে।
নিজেদের বয়ানে পাকিস্তানের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক এবং বিস্ময়কর বলে মন্তব্য করেছে বিদেশমন্ত্রক। রাজনীতিকরণের বয়ান দিয়ে নাম তুলেছে পাকিস্তান যা একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। ভারতীয় বিদেশ মন্ত্রকের মধ্যে পাকিস্তান একটি টুর্নামেন্টেরও এখন রাজনৈতিকরন করছে।
পাকিস্তান অভিযোগ করেছে যে তারা এটি সর্বোচ্চ স্তরে ইন্টারন্যাশনাল চেজ ফেডারেশনকে অভিযোগ হিসাবে জানাবে। একুশে জুন ভারত কাশ্মীর দিয়েই মশাল নিয়ে গেছে। যদিও স্বাভাবিকভাবেই এই বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় বিদেশমন্ত্রক। বৃহস্পতিবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন দাবা অলিম্পিয়াডের উদ্বোধন করেন এবং তা নিজের নিয়মে চলছে।