বাংলাহান্ট ডেস্ক : মন্ত্রিসভা এবং দলীয় পদ থেকে গতকালই অপসারিত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এই পরিস্থিতিতে তৃণমূলের (TMC) ভাবমূর্তি স্বচ্ছ করতে মাঠে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। জানা যাচ্ছে, ক্যামাক স্ট্রিটে নিজের অফিসে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখাও করবেন আজ।
কোথায় রাখা হবে পার্থ-অর্পিতাকে? বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে ইডি হেফাজতের সময় সীমা শেষ হলে আলিপুর মহিলা জেলে অর্পিতা মুখোপাধ্যায়কে এবং প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হবে। প্রতিটি সংশোধনাগারের সেল একেবারে নিরাপত্তায় মুড়ে রাখা হচ্ছে। সেখানে কোনও বিলাসবহুল ব্যবস্থা থাকবে না। বাইরের খাবার জেলের ভিতরে আন নিয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সব বন্দিরা যে খাবার খান সেই খাবারই পার্থ–অর্পিতারাও খাবেন। আদালতের যদি কোনও নির্দেশ দেয় তা পালন করবে সংশোধনাগার কর্তৃপক্ষ।
ইডির তদন্তকারী আধিকারিকরা দাবি করেন, শিক্ষা দফতরের বদলি ও পদোন্নতির জন্যেও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। ইডি প্রাথমিক ভাবে অনুমান করছে ঘুষের টাকা তোলার বিষয়টি নিজের হাতে নিয়ন্ত্রণ করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এরই মধ্যে একাধিক নতুন তথ্য দিলেন মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে জানা যাচ্ছে, টিভিতে অর্পিতাকে দেখানো হয় তার ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এই লাইভ টেলিকাস্ট দেখে অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলেন, ‘স্যার, এত টাকা আমার বাড়িতে রাখা হয়েছিল? বিশ্বাস করুন। এত টাকার কথা আমি ঘুণাক্ষরেও জানতাম না।’
ইডি আধিকারিকদের জেরায় অর্পিতা বলেন, ‘আমার নামে সম্পত্তি–কোম্পানি সবই আছে। কিন্তু বাস্তবে কোনও কিছুরই মালিক আমি নই। বলতে পারেন আমি একজন বেতনভুক কর্মচারী মাত্র।’
জানা যাচ্ছে, টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ আবাসন থেকে অর্পিতার চারটি বিলাসবহুল দামী গাড়িও উধাও হয়ে গিয়েছে। চারটি গাড়ির হদিশ জানতে টালিগঞ্জের ওই আবাসনের সিসি টিভির ফুটেজ চেয়ে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, এই বিষয়ে কথা বলা হচ্ছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে। গাড়িগুলির খোঁজে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই। একটি সাদা রঙের মার্সিডিজ শুধু পড়ে আছে। যে চারটি গাড়ি উধাও হয়েছে সেগুলি নিয়মিত ব্যবহার করতেন অর্পিতাই।