বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে টালিগঞ্জ এবং পরবর্তীতে বেলঘড়িয়া, পরপর দুটি আবাসনের ফ্ল্যাট থেকে মিলেছে কোটি কোটি নগদ অর্থ, সঙ্গে একাধিক সোনা গয়না এবং বিদেশি মুদ্রার ভাণ্ডার। বর্তমানে যে ঘটনা নিয়ে তোলবার গোটা বঙ্গ রাজনীতি। এই ঘটনায় কয়েকদিন পূর্বেই ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এক অভিনেত্রীর কাছে এত বিপুল অর্থ কিভাবে এলো, তা নিয়ে সন্ধিহান সকলে। আর এর মাঝেই যখন আরও ধন-সম্পত্তির উদ্দেশ্যে তল্লাশি চালিয়েছে যাচ্ছে ইডি, সেই মুহূর্তে দাঁড়িয়ে অর্পিতার টালিগঞ্জের আবাসন থেকে উধাও হয়ে গেল চারটি বিলাসবহুল গাড়ি!
ইডি সূত্রে খবর, টালিগঞ্জের আবাসন থেকে চারটি গাড়ি বেহদিশ হয়ে গিয়েছে, যেগুলি অত্যন্ত দামি ছিল বলেই জানিয়েছে তারা। ইতিমধ্যে সেখানে পড়ে থাকা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে বাকি গাড়িগুলি কোথায় গেল কিংবা উধাও হওয়ার পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তারা। ইতিমধ্যেই গাড়িগুলির সন্ধান চালাতে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, বেলঘড়িয়া আবাসনের ফুটেজও চেয়েছে তারা। উল্লেখ্য, টালিগঞ্জে একুশ কোটি নগদ অর্থের পাশাপাশি সম্প্রতি বেলঘড়িয়ার একটি ফ্ল্যাট থেকেও ২৮ কোটি টাকা এবং বিপুল পরিমাণ সোনা গয়না উদ্ধার করে তারা। সেই প্রসঙ্গেই এবার সিসি ক্যামেরা ফুটেজ চাওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য, ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা গ্রেফতার হওয়ার পর থেকে চুরির ঘটনা অবশ্য এ প্রথম নয়। এর আগেও বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি থেকে চুরির অভিযোগ তোলে স্থানীয়রা। গত বুধবার গভীর রাতে উক্ত স্থানে পাঁচিল টপকে সেখানে প্রবেশ করে কিছু দুষ্কৃতী এবং পরবর্তীতে একাধিক জিনিসপত্র নিয়েও পালায় তারা। তবে এক্ষেত্রে কোনরকম বেআইনি নথি চালান করে দেওয়ার জন্য এই চুরির ঘটনা কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর এর মাঝেই অর্পিতার আবাসন থেকে চারটি বিলাসহুল গাড়ি উধাও হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে ইডি। অবশ্য সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য একাধিক বিষয় খতিয়ে দেখে আসল রহস্যের উন্মোচন হয় কিনা, সেটাই বর্তমানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।