বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে হয়েছেন PAC চেয়ারম্যান! সেই দলবদলু’ কৃষ্ণ কল্যাণীকে নোটিশ ইডির

বাংলা হান্ট ডেস্কঃ এক মাস ঘুরতে না ঘুরতেই ফলে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘হুঁশিয়ারি’। সম্প্রতি বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়া পিএসির (PAC) চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে অবশেষে নোটিস পাঠিয়ে বসল ইডি (ED)। টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার প্রসঙ্গে আর্থিক অনিয়মের অভিযোগে এই নোটিসটি প্রদান করা হয়েছে বলে খবর।

সুত্রের খবর, গত ২৫ শে জুলাই তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর নিকট একটি নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, রায়গঞ্জের বিধায়কের ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা রয়েছে এবং এক্ষেত্রে দুটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে যে আর্থিক লেনদেন হয়েছে, তারই হিসেব চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

প্রসঙ্গত, গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন কৃষ্ণ কল্যাণীবাবু। তবে পরবর্তীতে পদ্মফুল শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। এর পরেই পিএসির চেয়ারম্যান পদে মুকুল রায়ের স্থানে বসানো হয় কল্যাণীকে আর পরবর্তীতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে জানান, “পিএসি চেয়ারম্যানকে নোটিস পাঠানো হতে চলেছে।” আর তার ঠিক একমাস কাটতে না কাটতে ইডির নোটিস পৌঁছে গেল তাঁর ঠিকানায়। ইতিমধ্যেই এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে ছে রাজনৈতিক চাপানউতোর।

Untitled design 2022 06 29T121513.424

একদিকে, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির এক মাসের মধ্যেই যেভাবে আইনি নোটিস পাঠানো হলো, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আবার অপরদিকে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এক্ষেত্রে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বিজ্ঞাপন নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেও মাঝের সময়ে কোনরকম নোটিস পাঠানো হয়নি তৎকালীন বিজেপি নেতাকে। তবে এর পরেই তৃণমূলের যোগদান করার কিছু সময় বাদেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। এ ঘটনা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক বিতর্ক বহু গুণে বৃদ্ধি পাবে বলেই মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর