‘কথায় কথায় আদালতকে টানলে কড়া ব্যবস্থা’, হুঁশিয়ারি বিচারপতি গাঙ্গুলির! নিশানায় কী মুখ্যমন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে একাধিকবার আদালতকে উদ্দেশ্য করে একাধিক বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আর এর মাঝে এদিন একটি মামলার শুনানি চলাকালীন ‘কথায় কথায় আদালতকে টেনে মন্তব্য করলে উপযুক্ত পদক্ষেপের’ হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি’। এক্ষেত্রে কারোর নাম না বললেও আসলে তাঁর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে করা হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

সাম্প্রতিককালে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারাই স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক টেটের মতো মামলা গুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এবং পরবর্তীতে এসকল মামলার দরুণই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও সিবিআই এবং ইডির নজরে রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা।

এর মাঝে এদিন একটি মামলার শুনানি চলাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “কথায় কথায় যদি আদালতকে টেনে আনা হয়, তবে সেক্ষেত্রে যেকোনো ব্যক্তিরই সতর্ক থাকা উচিত। এক্ষেত্রে এরকম ঘটনা বারবার ঘটতে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Untitled design 30 4

উল্লেখ্য, অতীতে একাধিকবার আদালত সম্পর্কিত একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কয়েকদিন পূর্বেই তিনি জানান, “রাজ্যে একাধিক শূন্য পদ থাকলেও আদালতে মামলা চলার জন্যই আমরা সেগুলিতে নিয়োগ করতে পারছি না।” গত একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকেও তিনি এ সম্পর্কে মন্তব্য প্রকাশ করেন। ফলে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য প্রধানত মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনরকম কঠোর পদক্ষেপ নেওয়া হয় কিনা, সে দিকে তাকিয়ে সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর