কবে থেকে পার্থর ঘনিষ্ঠ হলেন তিনি? অবশেষে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অর্পিতা

বাংলাহান্ট ডেস্ক : ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সঙ্গে সোনার গহনা। তাই ইডির শত সহস্র প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। কারণ একমাত্র প্রশ্নোত্তরের মাধ্যমে হতে পারে সব রহস্যের সমাধান। তাই ইডির তরফে দফায় দফায় জেরা চলেছে।

এদিকে যখন বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হচ্ছে অর্পিতার বেলঘরিয়ার বাড়ি থেকে এবং পাওয়া যাচ্ছে গুচ্ছের গুচ্ছের সোনার গহনা সহ অনেক সম্পত্তির খোঁজ তখন শুধু এত টাকা কোথা থেকে এলো সেই প্রশ্নই নয় সাধারণ মানুষের মনে দানা বাঁধছে আরো একটি প্রশ্ন‌। পার্থ এত সম্পত্তি দেখভালের দায়িত্ব কেন শুধুমাত্র অর্পিতা কে দিলেন? তাহলে কি এর পেছনে রয়েছে অন্য কোনো সম্পর্ক? ঘনিষ্ঠতা ঠিক কতদূর?

শোভন বৈশাখী কে ছেড়ে এখন সোশ্যাল মিডিয়ায় শুধুই পার্থ অর্পিতার রাজত্ব। মানুষ যখন পার্থ-অর্পিতার ঘনিষ্ঠতার চর্চায় সরগরম ঠিক তখনই ইডির সূত্রে খবর পাওয়া যায় পার্থর সাথে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অর্পিতা। ইডির করা জেরার মুখে পড়ে তাদের ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর অর্পিতা স্বীকার করেছেন যে, অসমবয়স্ক হলেও তার বন্ধু ছিলেন পার্থ।

গত শনিবার গ্রেফতার হওয়ার পর ইডির হেফাজতেই রয়েছেন অর্পিতা। দফায় দফায় জেরা করা হয়েছে তাকে। শুধু টাকার উৎস নিয়েই নয় পার্থর সাথে তার ঘনিষ্ঠতা নিয়েও একের পর এক প্রশ্নের সম্মুখীন হয়েছেন অর্পিতা।

জেরার মুখে পরেই ইডি আধিকারিক দের বেলঘরিয়ার ফ্ল্যাটের হদিস দেন তিনি । শুধু তাই নয় , ইডি সূত্রে এটাও জানা গেছে যে পার্থর সাথে তার সম্পর্ক তিনি অস্বীকার কখনোই করেননি অর্পিতা। তার দাবি ২০১৭ সালে স্ত্রী বিয়োগের পর থেকেই তার সাথে ঘনিষ্ঠতা শুরু হয় পার্থর। তবে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা থাকলেও পার্থর রাজনৈতিক জীবন নিয়ে বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না তিনি বলেই দাবি করেছেন অর্পিতা। তবে কী টাকার কথা তিনি অস্বীকার করছেন?

arpita mukherjee a

সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইডি জানায়, পুরোপুরি অস্বিকার না করলেও তিনি বলেন প্রথমে সরকারি ছাপমারা খামের ভেতর যে টাকা আছে সেটি তিনি জানতেন না। এই বিষয়ে অনেক পরে তিনি জানতে পারেন। বিভিন্ন সময়ে বিভিন্ন লোক এসে তার বাড়িতে খামে ভর্তি টাকা এনে রেখে যেত। প্রাথমিকভাবে নাকি তাকে বলা হয়েছিল যে ওই সমস্ত ঝাপ মারা ঘামে নাকি রয়েছে সরকারি নথিপত্র কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে তাতে আসলে রয়েছে টাকা। এমনকি অর্পিতা দাবি করেছেন এই টাকা কার তিনি জানতে চেয়েছিলেন পার্থর কাছে তখন তার জবাবে পার্থ বলেছিলেন যে টাকা যেমন আছে তেমনি যেন থাকে। প্রতি মুহূর্তে রহস্যের যত খুলছে, আবার দানাও বাঁধছে রহস্য। সব মিলিয়ে এখনো চলছে জেরা বেরিয়ে আসতে পারে আরো অজানা রহস্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর