বাংলা হান্ট নিউজ ডেস্ক: বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারতের অভিযান শুরু হয়ে গেছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনটা ভালো মন্দে মিশিয়ে কাটলো ভারতের। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে জয় এসেছে। আবার কোন কোন ক্ষেত্রে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে ভারতীয় ক্রিড়াপ্রেমীদের হতাশ করেছে দল। তারই মধ্যে আগ্রহীদের দিনের সবচেয়ে ভালো খবরটা বোধহয় দিলেন পিভি সিন্ধু।
সিন্ধু কোর্টে নেমেছিলেন পাকিস্তানের মহুর শাহজাদের বিরুদ্ধে। নিজের থেকে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষকে ২১-৬ এবং ২১-৭ ফলে উড়িয়ে দেন সিন্ধু। নিজের পাকিস্তানি প্রতিপক্ষকে একবারের জন্যও ম্যাচে অ্যাডভানটেজ্ নিতে দেননি তিনি। সিন্ধুর আগে ভারতীয় তারকা পুরুষ সাটলার কিদাম্বি শ্রীকান্ত নিজের পাকিস্তানি প্রতিপক্ষকে হারিয়েছেন। পাকিস্তানি শাটলার মুরাদ আলীর বিরুদ্ধে শ্রীকান্ত ২১-৭, ২১-১২ ফলে জয় পেয়েছিলেন।
এর আগে টেবিল টেনিস ইভেন্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। ভারত পরপর তিনটি ম্যাচ জেতে টেবিল টেনিসে। তারকা টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা, মুশফিক কালামকে ৩-০ ফলে হারান। তারপরে বক্সিংয়ে ভারতীয় বক্সার শিবা থাপা পাকিস্তানের বক্সার সুলেমান বালরেখকে ছেলেদের ৬৩ কেজি লাইটওয়েট বিভাগের ‘শেষ ৩২’ রাউন্ডে ৫-০ ফলে হারিয়ে ‘শেষ ১৬’-র জন্যে কোয়ালিফাই করে।
ভারতের জন্য কমনওয়েলথে আপাতত একমাত্র খারাপ খবর মহিলা ক্রিকেট টিমের পরাজয়। এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন হরমনপ্রীত কৌররা। হরমনপ্রীতের (৫২) দুরন্ত ব্যাটিংয়ের জেরে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ভারত ১৫৫ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। জবাবে ব্যাট করতে নেমে রেনুকা ঠাকুরের (৪/১৮) দুরন্ত বোলিংয়ের দৌলতে একসময় ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকেও দুরন্ত অর্ধশত রান করে দলকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার গার্ডনার।