কেউ উচ্চশিক্ষিত কেউ আবার মাধ‍্যমিক পাশ! রইল টলিউডের এই হ‍্যান্ডসাম হাঙ্কদের শিক্ষাগত যোগ‍্যতার নমুনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তারকা মানেই আমজনতার কাছে নির্দশন স্বরূপ। পেশাগত কারণে সবসময় মানুষের চোখের সামনে থাকেন তাঁরা। ব‍্যক্তিগত জীবনও তাদের আতশ কাঁচের নীচে থাকে। প্রিয় তারকাদের ব‍্যাপারে ছোট থেকে ছোট তথ‍্যও জানার জন‍্য উদগ্রীব হয়ে থাকেন ভক্তরা।

এই মুহূর্তে টলিউডের (Tollywood) জনপ্রিয়তম অভিনেতাদের তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet) থেকে শুরু করে নতুন প্রজন্মের দেব, আবির চট্টোপাধ‍্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যশ দাশগুপ্তরা। এঁদের অভিনয় তো সকলেই দেখেছেন। কিন্তু ইন্ডাস্ট্রির এই প্রথম সারির তারকাদের পড়াশোনা কদ্দুর তা জানা আছে কি? তাহলে আর দেরি না করে চট করে দেখে নিন টলিউড কাঁপানো হ‍্যান্ডসামদের শিক্ষাগত যোগ‍্যতার নমুনা-


প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়– তিনি ইন্ডাস্ট্রি, টলিউডের অভিভাবক স্বরূপ। পড়াশোনাতেও কিন্তু কম যান না বুম্বাদা। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেছেন তিনি।


আবির চট্টোপাধ‍্যায়– বং ক্রাশ আবির গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজ থেকে এমবিএ পাশ করেছেন।


জিৎ– প্রসেনজিতের পর টলিউডের নতুন সুপারস্টার হন জিৎ। অবাঙালি জিৎ ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক পাশ করেছেন।


দেব– অভিনয়ের সঙ্গে রাজনীতি পাল্লা দিয়ে সামলানো ‘মহানায়ক’ পুনের ভারতীয় বিদ‍্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নিয়ে পাশ করেছেন।


অনির্বাণ ভট্টাচার্য– টলিউডের অন‍্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ‍্যালয় থেকে থিয়েটারে স্নাতকোত্তর পড়েছেন।


অঙ্কুশ হাজরা– অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, অঙ্কুশ সবার প্রিয়। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করেছেন তিনি।


যশ দাশগুপ্ত– সিবিএসসি বোর্ডে মাধ‍্যমিক পাশ করেছেন এই সুপুরুষ নায়ক।


রুদ্রনীল ঘোষ– নানান কারণে সংবাদ শিরোনামে থাকেন রুদ্রনীল। নরসিংহ দত্ত কলেজ থেকে বিএসসি ডিগ্রি নিয়ে পাশ করেছেন তিনি।

X