পাঠ্যবইতে স্বর্ণাক্ষরে খচিত পার্থর নাম! সরানোর পারামর্শ দিতেই পাল্টা জবাব পেলেন অনুপম

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অর্পিতার ফ্ল্যাট থেকে সম্প্রতি ৫০ কোটি নগদ অর্থের পাশাপাশি একাধিক মোবাইল ফোন, সোনা গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপরেই বিতর্ক সৃষ্টি হয় গোটা বাংলা জুড়ে এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং সকল দলীয় পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা হয়। তবে বর্তমানে আরও একটি বিতর্ক ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠেছে।

উল্লেখ্য, অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে সিঙ্গুর আন্দোলনের যে অংশ রয়েছে, সেখানে তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মহলে সমালোচনা ঝড় বয়ে গিয়েছে আর এবার সেই পথেই হাঁটলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। অবশ্য এর পাল্টা দিয়েছে তৃণমূলও।

অষ্টম শ্রেণীর পাঠ্য পুস্তকের কয়েকটি ছবি দিয়ে বিজেপি নেতা একটি টুইট করেন। তিনি লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী, লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের টাকা আত্মসাৎ করে এই ব্যক্তি এখন জেলে; এখন অন্তত এনার নামটা অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন; তা নাহলে তো বইয়ের পাতায় নাম দেখে নতুন প্রজন্ম এই ব্যক্তি কে নেতাজী/ক্ষুদিরাম দের সমতুল্য মনে করতে শুরু করবে।”

যদিও এর পরেই বিজেপি নেতার টুইটের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানান, “পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মহাসচিব পদ থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁকে। আমাদের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত যখন নেওয়ার, ঠিক সেই মুহূর্তে নেবেন। অনুপম হাজরাকে এত ভাবতে হবে না।”

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এত কোটি নগদ অর্থ কিভাবে এল, তা নিয়ে বর্তমানে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। এর পরেই তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয় পার্থকে। তবে বর্তমানে বঙ্গ রাজনীতিতে উঠে এসেছে ‘পাঠ্যপুস্তক’ প্রসঙ্গ, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ থাকায় ক্ষোভে পেটে পড়ে একাধিক মহল। ফলে আগামী সময়ে এই প্রসঙ্গে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার, সেদিকে তাকিয়ে সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর