‘আমাদের কাছে ঠিকানা আছে” পার্থর কুকুরদের জন্য ফ্ল্যাট আছে আগেই বলেছিলেন বিচারপতি গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে সরগরম বাংলা সহ গোটা দেশ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এরপর কেটে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। এখন প্রশ্ন উঠছে কেমন আছে পার্থ চট্টোপাধ্যায়ের সাধের সারমেয়রা? তথ্য জানতেই ইডি’র সঙ্গে যোগাযোগ করে সিউড়ির এক পশুপ্রেমী সংস্থা।

পার্থ-অর্পিতা এখন ইডি (ED) হেফাজতে। আর তাঁর আদরের পোষ্যরা এখনও বন্দী টালিগঞ্জের (Tollygunge ) সেই আবাসনের ফ্ল্যাটে! এবার এই বিষয় নিয়ে ইডির সঙ্গে যোগাযোগ করল বীরভূমের সিউড়িতে অবস্থিত একটি পশুপ্রেমী সংস্থা ‘নির্বাক অন্ন’। সংস্থার সম্পাদক রাজর্ষি ঘোষ বলেন, ‘সংবাদমাধ্যমে পুরো বিষয় জানতে পেরে আমরা মেল করি। ১৬৩৮ স্কোয়ারফুটের ফ্ল্যাটে সারমেয় রয়েছে। কিন্তু মেলের কোনও উত্তর মেলেনি। তারপর একজনের ফোন নম্বর পাওয়া গেলে, সেখানে ফোনও করি।’

প্রসঙ্গত, টালিগঞ্জের অভিজাত আবাসন ডায়মন্ড সিটি সাউথ অবস্থিত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। জানা যাচ্ছে, এই আবাসনেরই টাওয়ার টু-তে 18-D এবং 18-E – এই দুটি ফ্ল্যাটও রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই। আর সেখানেই বন্দী হয়ে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ও আদরের ৮টি কুকুর। এই কুকুরগুলির মধ্যে রয়েছে রটউইলার, ব্রিটিশ বুলডগ, বিগলের মতো প্রজাতির বহু মূল্যের কুকর। কেমন রয়েছে সেই কুকুরগুলি? কেই বা তাদের খেতে দিচ্ছে? এতগুলো দিন বদ্ধ ঘরে কীভাবে রয়েছে তারা? তা জানতেই এক ইডি আধিকারিককে ফোন করা হয় সিউড়ির পশুপ্রেমী সংগঠনটির পক্ষ থেকে।

আবাসন সূত্রে জানা যাচ্ছে, যিনি আগে এই কুকুরগুলির দেখাশোনা করতেন, তিনি এই ফ্ল্যাটেই এসে থাকছেন। যদিও কুকুরগুলিকে আগে ফ্ল্যাটের বাইরে হাঁটার জন্য বের করা হত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন সেটা বন্ধ রাখা হয়েছে। ইডি জানায় ফ্ল্যাটটিতে তল্লাশি করা হলেও সিল করা হয়নি। তার ফলে যে কেউ কুকুরগুলির দেখাশোনা করতে পারে। তবে এই প্রথম যে পার্থ চট্টোপাধ্যায়ের কুকুরের কথা সবাইয়ের সামনে এল তেমন মোটেই নয়। এর আগেও কলকাতা হাইকোর্টে এসএসসি মামলা চলাকালীন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় একবার মন্তব্য করেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব পেশ করা হোক। তাঁর সারমেয়র জন্য যে ফ্ল্যাট আছে, আমার কাছে ঠিকানা আছে।’


Sudipto

সম্পর্কিত খবর