বাংলা হান্ট নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২২-এ ইতিমধ্যেই ভারত নয়টি পদক জিতে ফেলেছে যার মধ্যে তিনটি সোনাও সামিল রয়েছে। এবারের কমনওয়েলথ গেমসে এখনও অবধি পাওয়া এই নয়টি পদকের মধ্যে সাতটি পদক ভারত্তোলকরা এনে দিয়েছেন। তারপর দুটি পদক এসেছে জুডো থেকে। সোমবার গভীর রাতে নবম পদকটি আসে সেই ভারোত্তোলন থেকেই। মেয়েদের ৭১ কেজি বিভাগের ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় করেন হরজিন্দর কৌর।
তার পদক জয়ের পর একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। তার সঙ্গে আলাদা করে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। এখনও পর্যন্ত প্রায় সকল পদকজয়ীদের নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে শুভেচ্ছা জানিয়ে ছিলেন মোদি। হরজিন্দরের ক্ষেত্রেও সেই ঘটনার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী আলাদা করে কথা বলায় উচ্ছসিত হরজিন্দর।
বার্মিংহ্যামে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২১২ কেজি ওজন তুলেছেন তিনি। হরজিন্দরের এই সাফল্য কোন অংশে শোনাবার উপর পদক্ষেপ থেকে কম নয়। অনেকে নরেন্দ্র মোদির তার সঙ্গে আলাদা করে এই কথা বলার ঘটনাকে একটি রাজনৈতিক কৌশলও মনে করছেন। গত কিছু সময় দেখা গিয়েছিল যে দেশের কৃষকদের সঙ্গে মোদি সরকারের সংঘাত বাঁধছে। আর হার্জিন্দের হলেন একটি কৃষক পরিবারের সন্তান। তার বাবা কৃষক পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। ফলে ছোটবেলা থেকে অনেক বেশি কঠিন পরিশ্রম করে হার্জিন্দের আজ কমনওয়েলথের পোডিয়ামে উঠতে পেরেছেন। ফলে তার পদকজয়ের গুরুত্ব বাকিদের থেকে কিছুটা হলেও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Our weightlifting contingent has performed exceptionally well at the Birmingham CWG. Continuing this, Harjinder Kaur wins a Bronze medal. Congratulations to her for this special accomplishment. Best wishes to her for her future endeavours. pic.twitter.com/0dPzgkWT3y
— Narendra Modi (@narendramodi) August 2, 2022
এইবারের কমনওয়েলথ গেমসে ভারতের হলে প্রথম পদক এর খাতা খুলেছিলেন ভারোত্তোলক সঙ্কেত সারগর। তারপর একে একে গুরুরাজা পূজারী, মিরাবাঈ, বিন্দ্যারানী দেবী, বাংলার অচিন্ত্য শিউলিরাও এই তালিকায় নাম লিখিয়েছেন। ওপরে উল্লিখিত সকলেই ছিলেন ভারোত্তোলক। এরপর একে একে সুশীলা দেবী এবং বিজয় কুমার যাদব জুডো থেকে ভারতকে পদক এনে দিয়েছেন।