বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে 5G পরিষেবা শুরু করার ক্ষেত্রে এবার তৎপর হচ্ছে টেলিকম সংস্থাগুলি। ইতিমধ্যেই গত ১ আগস্ট সম্পন্ন হয়েছে 5G স্পেকট্রাম নিলামের বিষয়টি। যেখানে সবাইকে পেছনে ফেলে Reliance Jio ৮৮,০৭৮ কোটি টাকার বিনিময়ে ২৪,৭৪০ MHz 5G স্পেকট্রাম কিনেছে। এমতাবস্থায়, Jio সমগ্ৰ দেশজুড়ে 5G পরিষেবা লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও, কোম্পানি 5G প্ল্যান এবং ট্রায়াল সম্পর্কে খুব বেশি তথ্য শেয়ার করেনি। অপরদিকে, Vodafone-Idea (Vi) এবং Bharti Airtel-এর মত অন্যান্য টেলিকম সংস্থাগুলি থেকে কিছু তথ্য সামনে এসেছে।
যদিও, Reliance Jio-র পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তারা ১৫ আগস্ট থেকে সারা দেশে 5G পরিষেবা শুরু করতে পারে। এমনকি, এই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং Reliance Jio-র চেয়ারম্যান আকাশ আম্বানি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, ভারত জুড়ে 5G রোলআউটের মাধ্যমেই তিনি “আজাদি কা অমৃত মহোৎসব” কর্মসূচি উদযাপন করতে চান।
আকাশ আম্বানির মতে, Jio তাদের ব্যবহারকারীদের বিশ্বমানের এবং সাশ্রয়ী মূল্যের 5G ও 5G-এনাবেল্ড সার্ভিস প্রদান করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Jio স্পেকট্রাম নিলামের সময় এত বেশি স্পেকট্রাম কিনেছে যে তারা দেশে বৃহৎ পরিসরে 5G পরিষেবা চালু করতে পারে।
এই টেলিকম কোম্পানি স্পেকট্রাম নিলামে ৮৮ হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে। সর্বোপরি, এই সংস্থার কাছে এখন এমন এয়ারওয়েভ রয়েছে যা অন্যান্য টেলিকম সংস্থাগুলির নেই। শুধু তাই নয়, Jio হল একমাত্র টেলিকম কোম্পানি যার কাছে বর্তমানে ৭০০ MHz-এর এয়ারওয়েভ রয়েছে। আর এর ফলেই বাকি টেলিকম সংস্থাগুলির তুলনায় প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছে Reliance Jio।
এমতাবস্থায়, আকাশ আম্বানির 5G লঞ্চ সম্পর্কে এহেন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারতে কোনো 5G নেটওয়ার্ক উপলব্ধ নেই। পাশাপাশি, সমস্ত 5G নেটওয়ার্কগুলির ট্রায়ালের জন্য টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) স্পেকট্রাম দিয়েছিল। এদিকে, 5G পরিষেবার সুবিধে পেতে ব্যবহারকারীদের একটি 5G সিমও লাগবে। এমতাবস্থায়, দেশজুড়ে এই পরিষেবা কবে থেকে চালু হতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।