5G পরিষেবা শুরু হওয়ার পর অকেজো হয়ে যাবে আপনার 4G স্মার্টফোন? কি বলছেন বিশেষজ্ঞরা

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ দু’বছর ধরে ট্রায়াল চলার পর অবশেষে দেশে 5G স্পেকট্রামের (5G Spectrum) নিলাম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই দেশের তিনটি গুরুত্বপূর্ণ টেলিকম অপারেটর সংস্থা Reliance Jio, Vodafone-Idea এবং Bharti Airtel স্পেকট্রাম কিনেছে। পাশাপাশি, আদানি ডেটা নেটওয়ার্কও নতুন কোম্পানি হিসেবে এই নিলামে যোগদান করেছিল। যেখানে মোট 1,50,173 কোটি টাকার স্পেকট্রাম নিলাম করা হয়েছে।

তবে, স্পেকট্রাম কেনার নিরিখে সবাইকে হারিয়ে দিয়েছে Reliance Jio। 88,078 কোটি টাকার বিনিময়ে Jio 24,740Mhz স্পেকট্রাম কিনেছে। অর্থাৎ Jio-র কাছে বর্তমানে 50 শতাংশেরও বেশি স্পেকট্রাম রয়েছে। এদিকে, জানা গিয়েছে যে, Jio-র 5G পরিষেবা আগামী 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকেই চালু হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, Bharti Airtel মোট 19867Mhz স্পেকট্রাম কিনেছে। অপরদিকে, Vodafone-Idea কিনেছে 6228Mhz স্পেকট্রাম। যদিও, 5G পরিষেবা শুরু হওয়ার আগে নতুন একটি চিন্তা দেখা গিয়েছে ব্যবহারকারীদের মধ্যে। মূলত, 5G চালু হওয়ার পরে 4G ফোনগুলি অকেজো হয়ে যাবে কিনা তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। এমতাবস্থায়, পাঠকদের জন্য আমরা এই প্রতিবেদনে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরব।

আপনার ফোনটি 5G-র কটি ব্যান্ড সাপোর্ট করে: গত দু’বছর যাবৎ ভারতের বাজারে একের পর এক 5G ফোন লঞ্চ করছে সংস্থাগুলি। যদিও এখন 5G পরিষেবা প্রায় শুরু হওয়ার মুখে। এমতাবস্থায়, আপনার কাছে 5G ফোন থাকলেই যে আপনি ভালো পরিষেবা পাবেন এমনটা কিন্তু নয়। বরং, আপনার ফোনে থাকা 5G ব্যান্ডের ভিত্তিতে তা নির্ধারিত হয়। মূলত, ফোনে 5G ব্যান্ডের সংখ্যা যত বেশি হবে, ততই ভালো পরিষেবা পাওয়া যাবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যে স্যামসাং এবং অ্যাপলের স্মার্টফোনে সর্বাধিক সংখ্যক 5G ব্যান্ড রয়েছে। যদিও আজকাল সমস্ত সংস্থাগুলি তাদের ফোনে 5G ব্যান্ডের সংখ্যা সম্পর্কে তথ্য সামনে আনছে। এমতাবস্থায়, আপনি যদি আপনার ফোনের 5G ব্যান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান সেক্ষেত্রে NetMonster অ্যাপের সাহায্যে তা জানতে পারবেন।

বিশেষজ্ঞরা কি বলছেন: এই প্রসঙ্গে দেশের অন্যতম সাইবার আইন বিশেষজ্ঞ উম্মেইদ মীল জানিয়েছেন, “5G আসার পর আপনার 4G ফোন কোনোভাবেই অকেজো হবে না। 5G-র আগমন কমিউনিকেশন নেটওয়ার্কের একটি আপগ্রেড মাত্র। প্রথম দিকে, এটি শুধুমাত্র 4G নেটওয়ার্কের উপরেই নির্ভর করবে। সুতরাং আপনার চিন্তা করার কোনো দরকার নেই। তবে, আসল বিষয়টি হল আপনি 4G ফোনে 5G নেটওয়ার্কের স্পিড উপভোগ করতে পারবেন না। যদিও, 4G নেটওয়ার্ক দ্রুত শেষও হয়ে যাবে না।”

পাশাপাশি, সাইবার মিডিয়া রিসার্চ (CMR)-এর ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান প্রভু রাম জানিয়েছেন, “এই পরিবর্তনটি দেশে 5G-র ভবিষ্যত সম্পর্কে এবং 5G সাপোর্ট করে এমন ফোনগুলির জীবন বদলে দেবে। 5G চালু হওয়ার পরেও, 4G-র আধিপত্য বজায় থাকবে। মূলত, 5G আসার পরে 4G নেটওয়ার্কের গতি আরও ভালো হবে এবং এর কর্মক্ষমতাও উন্নত হবে। 5G কভারেজকে সর্বব্যাপী করতে এখন অনেক সময় প্রয়োজন।”

5g internet

এছাড়াও, টেক এক্সপার্ট তথা জনপ্রিয় ইউটিউবার অভিষেক ভাটনাগর এই প্রসঙ্গে জানান, “4G-র 6 বছর পরেও 3G যেমন পুরোপুরি শেষ হয়নি, একইভাবে 5G চালু হওয়ার পরেও 4G শেষ হবে না এবং আপনার 4G ফোনও অকেজো হবে না। যদি আপনার ফোনে 5G সাপোর্ট থাকে তাহলে এটা একটা ভালো কথা এবং যদি না থাকে সেক্ষেত্রেও চিন্তা করার কোনো দরকার নেই। কারণ 4G-র এখনও অনেক বড় ভবিষ্যৎ রয়েছে।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর