কেন্দ্রীয় থেকে রাজ্যের মন্ত্রী, মমতার ক্যাবিনেটে জায়গা হল বাবুলের! দেখুন আর কে পেলেন স্থান

বাংলাহান্ট ডেস্ক : জল্পনা ছিলই। এবার সত্যি হলো। বড় দায়িত্ব পেলে বাবুল সুপ্রিয় (Babul Supriya)। রাজ্য মন্ত্রিসভার বিশাল রদবদল (West Bengal Cabinet Reshuffle) হয়ে গেলো আজই। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বেশ কিছু নতুন মুখ। পাশাপাশি দায়িত্ব কমেছে একাধিক মন্ত্রীরও। বুধবার রাজভবনে (Rajbhavan) নতুন ৭ মুখ-সহ মোট আট মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাচ্ছেন বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রদীপ মজুমদার, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়রা প্রমুখ।

২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসীন হওয়ার পর তৃণমূল মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। বাংলায় বিধানসভার সংখ্যার হিসাবে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী-সহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রি থাকতে পারেন। এদিন সেই সীমাও পূর্ণ হল।

এক নজরে দেখে নেওয়া যাক নতুন কে কে দায়িত্ব পেলেন:

পূর্ণমন্ত্রী

প্রদীপ মজুমদার
পার্থ ভৌমিক
উদয়ন গুহ
বাবুল সুপ্রিয়
স্নেহাশিস চক্রবর্তী

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
বীরবাহা হাঁসদা
বিপ্লব রায়চৌধুরী

রাষ্ট্রমন্ত্রী
তাজমূল হোসেন
সত্যজিৎ বর্মন

শপথের পরই শুরু হবে দপ্তর বণ্টনের প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রেও যে বেশ বড় রকমই রদবদল হবে সেই ছবিটাও পরিষ্কার। প্রয়াত সুব্রত মুখোপাধ‌্যায়, সাধন পাণ্ডে এবং ইডির হাতে বন্দি পার্থ চট্টোপাধ‌্যায়ের হাতে অনেকগুলি বড় বড় দপ্তর ছিল। সেগুলি এবার বণ্টন হবে নতুনদের মধ্যে।

এখন প্রশ্ন হচ্ছে, কে কোন দফতর পাবেন? প্রদীপ মজুমদার কৃষি দফতরের দায়িত্ব পেতে চলেছেন বলে এক রকম নিশ্চিত। তিনি দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা । তাই সেই থেকেই মনে করা হচ্ছে যে, যে কৃষি দফতরেরই দায়িত্ব পেতে চলেছেন তিনি। সেচ দফতরের দায়িত্ব পেতে পারেন বিপ্লব রায়চৌধুরী। প্রথমে তাপস রায়ের নাম এই মন্ত্রীর দৌড়ে থাকলেও, বিশেষত তাঁর পরিষদীয় মন্ত্রী হওয়া নিয়ে জল্পনা ছড়ালেও, তা বাস্তবে হয় নি। গত বছরের নভেম্বরে তৎকালীন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর একবার রদবদল ঘটেছিল মন্ত্রিসভায়। পঞ্চায়েত দফতরের অতিরিক্ত দায়িত্ব তখন দেওয়া হয় পুলক রায়কে। ওই দফতরেরই প্রতিমন্ত্রী হন বেচারাম মান্না। এরপর মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণের পর ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে আনা হয় মানস ভুঁইঞাকেও।


Sudipto

সম্পর্কিত খবর