বাংলাহান্ট ডেস্ক: ফুটবল খেলতে খেলতে অভিনয়ে পা রেখেছিলেন দেবাদৃতা বসু (Debadrita Basu)। জি বাংলার ‘জয়ী’ সিরিয়ালে গ্রামের এক ফুটবল পাগল মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বেশ হিট হয়েছিল সিরিয়ালটি। তারপর ওই চ্যানেলেই ‘আলো’ রূপে আত্মপ্রকাশ করেন দেবাদৃতা। এখানে অবশ্য মুখ্য চরিত্রের গুরুত্ব ভাগ করতে হয়েছিল ‘ছায়া’র সঙ্গে।
‘আলো ছায়া’র জনপ্রিয়তার পর চ্যানেল বদলান দেবাদৃতা। স্টার জলসায় ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ সিরিয়ালে ফের মুখ্য চরিত্রে ফেরেন তিনি। কিন্তু এবারে আর ভাগ্য সহায় হয়নি দেবাদৃতার। টিআরপি কম থাকায় মাঝপথেই বন্ধ হয়ে যায় সিরিয়ালটি। তারপর টানা ছয় মাসের বিরতি। আর দেখাই মেলেনি দেবাদৃতার।
অনুরাগীরা যখন এক রকম অধীর হয়ে উঠেছেন তখনি এল নতুন খবর। খুব তাড়াতাড়ি নতুন সিরিয়ার নিয়ে নাকি ফিরবেন অভিনেত্রী। তবে এবারে আর প্রথম সারির দুই চ্যানেল নয়। সান বাংলাতে নতুন সিরিয়ালের নায়িকা হয়ে ফিরতে চলেছেন দেবাদৃতা, গুঞ্জন বলছে এমনটাই।
এর আগে দিব্যজ্যোতি দত্ত, অর্ণব বন্দ্যোপাধ্যায়, জয়ী দেবরায়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দেবাদৃতা। এবারে নাকি তাঁর বিপরীতে দেখা যাবে ‘অলৌকিক না লৌকিক’ খ্যাত হৃদীশ চৌধুরীকে। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। জানা যাচ্ছে, বেশিরভাগ সিরিয়ালের মতোই এখানেও নারীকেন্দ্রিক আর পরিবার ভিত্তিক গল্প দেখা যাবে। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি দেবাদৃতা।
প্রসঙ্গত, এর আগে স্টার জলসায় শ্রীকৃষ্ণ ভক্ত মীরা সিরিয়ালে মীরা রূপে ধরা দিয়েছিলেন দেবাদৃতা। শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রারব্ধি সিংহ। মীরাবাঈয়ের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় শিশুশিল্পী ‘ভুতু’ ওরফে আর্শিয়াকে।
তার আগে দুই মাসতুতো বোনের কাহিনি নিয়ে তৈরি হয়েছিল আলো ছায়া। মাসতুতো বোন হলেও রক্তের সম্পর্কের বোনের থেকে কম কিছু না আলো ছায়ার বন্ধুত্ব। দেখতে দেখতেই জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছিল এই সিরিয়াল। টানা দু বছর ধরে ভাল টিআরপি ধরে রেখেছিল আলো ছায়া। টিআরপি কমার পরে সঠিক সময়েই শেষ হয় আলো ছায়া।