কে অধিকার দিল ভাবাবেগে আঘাত করার? হুঙ্কার তুলে আমির-অক্ষয়ের ছবিকে বয়কটের ডাক ভারতীয় WWE রেসলারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ব‍্যবসায় ভাঁড়ে মা ভবানী দশা। দক্ষিণী ইন্ডাস্ট্রির কাছে প্রত‍্যেক পদে পদে হারছে বলিউড (Bollywood)। পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে ক্রমাগত বয়কটের ডাক। আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চাড্ডা’ থেকে শুরু করে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’, হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ তুলে বয়কটের ডাক দিচ্ছে নেটিজেনদের একটা বড় অংশ। তাদের সুরে সুর মিলিয়েই হুঙ্কার ছাড়লেন ভারতীয় WWE রেসলার রিঙ্কু রাজপুত (Rinku Rajput)।

WWE রেসলিংয়ে ভারতের নাম উজ্জ্বল করছেন রিঙ্কি রাজপুত, যিনি বেশি জনপ্রিয় বীর মহান (Veer Mahaan) নামে। তিনিও এবার হিন্দি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় সাম্প্রতিক হিন্দি ছবিগুলিকে কার্যত তুলোধনা করেছেন। না কোনো ছবির নাম তিনি নেননি। তবে পরোক্ষে বয়কট করার ট্রেন্ডকেই সমর্থন করেছেন বীর মহান।


ভিডিওতে তিনি বলেন, “সোশ‍্যাল মিডিয়ায় আমি বেশ কিছু ছবি আর ওয়েব সিরিজের ভিডিও দেখলাম। সেখানে সর্বসমক্ষে আমাদের দেবদেবীদের অপমান করা হচ্ছে, ভারতীয় সংষ্কৃতি নিয়ে ঠাট্টা করা হচ্ছে। কে অধিকার দিয়েছে আপনাদের মানুষের ভাবাবেগ আর বিশ্বাসের সঙ্গে কাটাছেঁড়া করার? একটু তো লজ্জা করুন। যে দেশ গোটা বিশ্বের কাছে নিজের সংষ্কৃতি, সভ‍্যতা আর ইতিহাসের জন‍্য পরিচিত, সেই দেশেরই সভ‍্যতা আর সংষ্কৃতি নিয়ে ঠাট্টা করা হচ্ছে! আর অশ্লীলতার সঙ্গে দেখানো হচ্ছে!”

বয়কট ট্রেন্ডকে উসকানি দিয়ে বীর মহান আরো বলেন, “আমি সমগ্র দেশবাসীর কাছে আবেদন করছি, আসুন আমরা সবাই মিলে মানুষের ভাবাবেগকে আঘাত করা ছবি, ওয়েব সিরিজ বয়কট করি। দেশ আর ধর্ম সবার উর্দ্ধে মনে রাখবেন। হর হর মহাদেব!”

প্রসঙ্গত, আমির বলেছিলেন ভারত এমনিতে খুব সহিষ্ণু দেশ হলেও কিছু মানুষ আছেন যারা ইচ্ছাকৃত ভাবে ঘৃণা, হিংসা ছড়ান। শুধু তাই নয়, তিনি আরো বলেছিলেন, দেশের পরিস্থিতির জন‍্য স্ত্রী (এখন প্রাক্তন) কিরণ রাও নাকি সন্তানদের নিয়ে ভারত ছেড়ে চলে যেতে চান। তাঁর সেই মন্তব‍্য নিয়ে লাল সিং চাড্ডা ছবিকে বয়কটের ডাক উঠছে।

https://www.instagram.com/reel/Cgv6jbAIJ3v/?igshid=YmMyMTA2M2Y=

অন‍্যদিকে ‘ও মাই গড’ ছবির প্রচারের সময়ে অক্ষয়ের হিন্দু ধর্ম অবমাননাকারী মন্তব‍্য নিয়ে ‘রক্ষা বন্ধন’ ছবিও বয়কটের ডাক উঠেছে। সম্প্রতি আলিয়া ভাটের ‘ডার্লিংস’ এর বিরুদ্ধে পুরুষের উপরে অত‍্যাচারের অভিযোগ তুলেও বয়কটের ডাক উঠেছে।

সম্পর্কিত খবর

X