কমনওয়েলথে অবিশ্বাস্য কীর্তি! ৭২ বছর বয়সে হুইলচেয়ারে বসে সোনা জিতলেন স্কটিশ বৃদ্ধা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছেন স্কটল্যান্ডের রোজমেরি লেন্টন। ৭২ বছর বয়সে এই বৃদ্ধা লন বোলের প্যারা অলিম্পিক ইভেন্টে পলিন উইলসনের সঙ্গে জুটি বেঁধে সোনা জেতেন। অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে চলতি কমনওয়েলথে সবচেয়ে বৃদ্ধা প্রতিযোগী হিসেবে সোনা জিতলেন রোজমেরি।

রোজমেরির এই অনন্য কৃতিত্বের পদকের নিরিখে কমনওয়েলথ গেমসে পাঁচ নম্বরে রয়েছে স্কটল্যান্ড। ভারতের চেয়ে আপাতত ১৪টি পদক বেশি নিয়ে ভারতের চেয়ে দুই ধাপ ওপরে রয়েছে তারা। এই পদক স্কটল্যান্ড-এর বার্মিংহামে জেতা চতুর্থ স্বর্ণপদক। এখনো অবধি মোট ৩২ টি পদক জিতেছেন স্কটিশ ক্রীড়াবিদরা।

দেশকে এই বয়সে পদক এনে দিতে পেরে খুশি রোজমেরি নিজেও। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার এখনও বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। কিন্তু যখনই ব্যাপারটা নিয়ে ভাবছি, খুব ভালো লাগছে। আমরা দুজনেই ভালো খেলেছি। আমরা জানতাম যে চেষ্টা করলে আমরা পারব। কিন্তু রাউন্ড রিবনে পারফর্ম করতে পারিনি কিন্তু দরকারের সময় জ্বলে উঠতে পেরেছি।”

শারীরিকভাবে অক্ষম ক্রীড়াবিদদের এই লন বোল খেলাকে প্যারা বোল বলে ডাকা হয়। প্রায় দুই দশক আগে শিরদাঁড়ায় মারাত্মক চোট পেয়ে হাঁটার ক্ষমতা হারিয়েছিলেন রোজমেরি। তো তাতে জীবনযুদ্ধে দমে যাননি। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে নয়বার তিনি অংশ নিয়েছেন হুইলচেয়ারে ভর করেই। তিনি জানিয়েছেন তার কাছে এই কমনওয়েলথ পদক অলিম্পিকের পদকের চেয়ে কোন অংশে কম নয়।


Reetabrata Deb

সম্পর্কিত খবর