বাংলা হান্ট ডেস্কঃ বিগত পাঁচশো দিনের ওপর সময় ধরে চলছে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না মেলায় প্রতিবাদে অনড় সকল আন্দোলনকারীরা। এর মাঝেই সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর সেই আন্দোলন আরো বৃহত্তর রূপ নেয়। এর মাঝে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করার কথা ঘোষণা করেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অবশেষে এদিন চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকটি ‘সদর্থক’ হয়েছে বলেই জানা যাচ্ছে। এদিন বিকাশ ভবন থেকে বৈঠক সেরে বেরিয়ে এ বিষয়ে মত প্রকাশ করলেন এসএসসি চাকরিপ্রার্থী শহীদুল্লাহ।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ করার দাবিতে বিগত ৫০০ দিনেরও উপর সময় ধরে প্রতিবাদে সামিল হয়েছেন অসংখ্য চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত চাকরি না মেলায় অবস্থান বিক্ষোভে নেমেছে সকলে। সম্প্রতি, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আন্দোলনকারীদের বিক্ষোভ আরো বৃহত্তর রূপ নেয়। তবে বর্তমানে তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে ক্রমশ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে চলেছে তৃণমূল নেতৃত্ব।
গত মাসের ২৯ তারিখ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে বিক্ষোভকারীদের পাশাপাশি ব্রাত্য বসু এবং কুণাল ঘোষও হাজির হন। বৈঠক সেরে বেরিয়ে বেশ স্বস্তিতেই দেখা যায় সকল চাকরি প্রার্থীদের। এদিনও অবশেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথোপকথন সেরে আশ্বস্তই দেখিয়েছে সকলকে। বৈঠক শেষে এদিন শহীদুল্লাহ জানান, “আমাদের মধ্যেকার আলোচনা ‘সদর্থক’ হয়েছে। বর্তমানে মোট আসন সংখ্যা ২১৭৯ টি। তবে এছাড়াও অন্যান্য সকল পদে চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে। মেধাতালিকার সংখ্যা প্রায় ৬০০০-এর কাছাকাছি এবং সেগুলিতে নিয়োগের ব্যাপারে শিক্ষামন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।”
তবে কি এবার বন্ধ হতে চলেছে চাকরিপ্রার্থীদের আন্দোলন? এ প্রসঙ্গে অবশ্য শহীদুল্লাহ বলেন, “একবার যদি নিয়োগপত্র হাতে পাওয়া যায়, তবে আমরা আমাদের আন্দোলন শেষ করব। তার আগে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান চালাবো।”
এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মোট আটজন এসএসসি চাকরি প্রার্থী, যারা হলেন শহিদুল্লাহ, রাসমণি পাত্র, ইলিয়াস বিশ্বাস, অভিষেক সেন, মিঠুন বিশ্বাস, তনয়া বিশ্বাস, পলাশ মণ্ডল ও মতিউর রহমান। সূত্রের খবর, এদিন বৈঠকের সময় অঝোরে কেঁদে ফেলেন রাসমণি পাত্র ও তনয়া বিশ্বাস নামে দুই চাকরি প্রার্থী। পরবর্তীতে অবশ্য বৈঠকটি ‘সদর্থক’ হয়েছে বলেই জানান সকলে।