বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রায় এক বছর পরে আগস্ট মাসের ২৮ তারিখে এশিয়া কাপের মঞ্চে ফের একবার একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান। সবকিছু ঠিকঠাক চললে এশিয়া কাপের মঞ্চেই মোট তিনবার মুখোমুখি হতে পারে দুই দেশ। যেহেতু এখন দ্বিপাক্ষিক সিরিজ একে অপরের মুখোমুখি হবার সুযোগ পায়না দুই দেশ তাই দুই দেশের ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন বাবর আজম বনাম ভুবনেশ্বর কুমার, রোহিত শর্মা বনাম শাহিদ আফ্রিদির মতো প্রতিদ্বন্দিতা গুলি দেখার জন্য। তার মধ্যে একটি বড় স্বীকারোক্তি করলেন পাক অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে নামার আগে প্রবল চাপে রয়েছেন তিনি বলে জানিয়েছেন তারকা ক্রিকেটার।
শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোন ম্যাচের পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। আর সেই হারও ছিল অত্যন্ত লজ্জার। কারণ ভারতের দেওয়া টার্গেট উইকেট না খুইয়েই তুলে ফেলেছিলেন দুই পাক ওপেনার বাবর আজম এবং মহম্মদ রেজওয়ান। শেষবারের সাক্ষাতে এমন দুর্দান্ত জয় এর পরেও কেন চিন্তায় রয়েছেন বাবর আজম! প্রশ্নের জবাব দিয়েছেন পাক অধিনায়ক স্বয়ং।
বাবর আজম এক সাক্ষাৎকারে বলেছেন দেখুন আমরা সবসময়ই চেষ্টা করি ওই ম্যাচটাকে একটা সাধারণ ম্যাচের মতো গুরুত্ব দিয়ে মাঠে নামত। কিন্তু চাপ যে একটা থাকে সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা চেষ্টা করব আমরা ২০২১ এ যেরকম অন্য সবকিছু খুলে শুধুমাত্র খেলার উপর ফোকাস রেখে মাঠে নেমে ছিলাম এবং ফলাফল আমাদের পক্ষে আনতে সক্ষম হয়েছিলাম তেমনটাই এবারও করতে। আমরা শুধুমাত্র চেষ্টাটাই করতে পারি, ফলাফল সব সময় আমাদের হাতে থাকে না।”
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, ও উসমান কাদির।