বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে সুখবর ভারতীয় ওপেনার এবং টপ অর্ডারের ব্যাটারদের জন্য। চোটের কারণে এশিয়া কাপে বিশেষ করে ভারতের বিরুদ্ধে ম্যাচে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছেন পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এই মুহূর্তে ভারতীয় এশিয়া কাপের স্কোয়াডের বেশিরভাগ সদস্যই এখন ছুটি কাটাচ্ছেন নিজের প্রিয়জনদের সাথে। মাছের জিম্বাবুয়ে সফর থাকলেও চোটমুক্ত হয়ে ওঠা লোকেশ রাহুল ছাড়া এশিয়া কাপের আর কোনও সদস্য ওই সফরে ট্র্যাভেল করছেন না।
গত ১০ বছরে যে কয়েকবার পাকিস্তান এবং ভারত একে অপরের মুখোমুখি হয়েছে তার মধ্যে একটা চিত্র সব সময় একই থেকে গেছে। পাকিস্তানের বোলিং আক্রমণ বরাবরই শক্তিশালী কিন্তু গত কয়েক বছরে যেন পাক বাঁহাতি পেসার দের সামনে প্রবলভাবে সমস্যায় পড়েছেন ভারতের টপ অর্ডারের ব্যাটাররা। জুনেইদ খান হোক বা মোহাম্মদ আমির কিংবা হালের শাহীন আফ্রিদি প্রত্যেকের সামনেই ব্যাট হাতে সমস্যায় পড়েছেন বীরেন্দ্র সেওবাগ থেকে শুরু করে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাই তারকা পেসার যদি শেষ পর্যন্ত সত্যিই না খেলতে পারেন ভারতের বিরুদ্ধে তাহলে অনেকটাই অ্যাডভান্টেজ পাবে ভারত। যদিও তারাও চোটের জন্য নিজেদের তারকা পেসার যশপ্রীত বুমরাকে পাচ্ছেন না।
সম্প্রতি প্রেস কনফারেন্স করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন যে হাঁটুতে চোট পুরোপুরি সেরে উঠেনি শাহীন শাহ আফ্রিদির। তা সত্ত্বেও তারা পাক পেসারকে নেদারল্যান্ডস সফরে নিয়ে যাচ্ছেন। দলের ফিজিও ও ডাক্তাররা তার শুশ্রূষা করবেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাকে মাঠে নাও নামানো হতে পারে বলে জানিয়েছেন বাবর। যে কোনও মূল্যে তাকে এশিয়া কাপের আগে ফিট করে তুলতে মরিয়া পাক ম্যানেজমেন্ট।
Live – Pakistan skipper Babar Azam interacts with the media in Lahore ahead of the team’s departure to the Netherlands for the ODI series 🏏#NEDvPAK | #BackTheBoysInGreen https://t.co/fCZUDa0Xab
— Pakistan Cricket (@TheRealPCB) August 11, 2022
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, ও উসমান কাদির।