ভর্তির প্রয়োজন নেই! আবারও অনুব্রত মণ্ডলকে নিরাশ করে ফিরিয়ে দিল হাসপাতাল

বাংলাহান্ট ডেস্ক : আবারও হাসপাতাল নিরাশ করল কেষ্টকে। গরুপাচারকাণ্ডে (Cow Smuggling Case) গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) হাসপাতালে ভর্তি করার আপাতত কোনও প্রয়োজন নেই। মঙ্গলবার রুটিন স্বাস্থ্যপরীক্ষার পর আরও একবার একথা জানালেন আলিপুর কম্যান্ড হাসপাতালের চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাশে দাঁড়ানোর ঘোষণা করার পর মঙ্গলবারই প্রথম দেখা দিলেন অনুব্রত মণ্ডল। এদিন তাঁকে অনেক বেশি আত্মবিশ্বাসী লেগেছে।

এদিন বেলা ১১টা নাগাদ অনুব্রতকে নিয়ে কম্যান্ড হাসপাতালের উদ্দেশে রওনা দেয় সিবিআইয়ের কনভয়। নিজাম প্যালেস থেকে বেরিয়ে নিজের পায়েই হেঁটে গাড়িতে ওঠেন অনুব্রত। এদিন তাঁর মুখে স্পষ্ট ছিল আত্মবিশ্বাসের ছাপ।

জানা যাচ্ছে, মঙ্গলবার কম্যান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করেন ৪ জন চিকিৎসকের মেডিক্যাল টিম। স্বাস্থ্যপরীক্ষার পর তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, অনুব্রতর হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই। বেলা ২টো নাগাদ অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেয় সিবিআইয়ের কনভয়।

Untitled design 2022 08 16T153440.344

ওদিকে সিবিআই সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আছেন শুনে সিবিআইকে আরও বেশি করে অসহযোগিতা করা শুরু করেছেন অনুব্রত। সিবিআই গোয়েন্দাদের প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই এড়িয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে অনুব্রতর মেয়ের নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। সেবিষয়ে প্রশ্ন করলে জবাব দিচ্ছেন না তিনি। এমনকী সিবিআইয়ের হাতে অনুব্রতর ১২ জন সঙ্গীর নামও রয়েছে। এই অনুচর ও তাঁদের পরিজনদের নামে বেনামি সম্পত্তি কিনতেন অনুব্রত। সেই সমস্ত সম্পত্তির হদিশ পেতে চাইছেন গোয়েন্দারা। গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার বীরভূম জেলা বিজেপি সভাপতি অনুব্রত মণ্ডলকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১০ দিন আবারও আদালতে তোলা হবে কেষ্টকে। সেদিনই ঠিক হবে তাঁর পরবর্তী গন্তব্য।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর