এবার কী উত্তর প্রদেশের শাহী মসজিদে পালিত হবে জন্মাষ্টমী? দাবি ঘিরে বাড়ছে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে মন্দির-মসজিদ ইস্যু নিয়ে উত্তাল দেশের রাজনীতি। দেশের বিভিন্ন প্রান্তের মসজিদগুলিতে অতীতে যে হিন্দু দেব-দেবীরাই বিরাজ করতেন, সে প্রসঙ্গে একাধিক দাবি তুলে এসেছে হিন্দু সংগঠনগুলি। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদের মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় আর এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহি মসজিদকে ঘিরে শুরু হলো নয়া বিতর্ক। নেপথ্যে জন্মাষ্টমী উৎসব।

আগামী ১৯শে আগস্ট শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষ্যে গোটা দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। উত্তরপ্রদেশ থেকে বাংলা, কর্ণাটক থেকে রাজস্থান। সর্বত্র কৃষ্ণের জন্ম ধুমধাম করে পালন করে গোটা দেশবাসী। তবে এর মাঝেই এবার উত্তরপ্রদেশের শাহি মসজিদকে ঘিরে শুরু হলো বিতর্ক। অখিল ভারত হিন্দু মহাসভা সংগঠনের এক সদস্য দীনেশ শর্মা সম্প্রতি দাবি করেন, “কৃষ্ণের আসল জন্মস্থান হল শাহি মসজিদ।” এহেন দাবি তুলে দীনেশ মসজিদের ভেতরই কৃষ্ণের জন্মদিন পালন করার আবেদন জানিয়ে বসেন।

এ প্রসঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি চিঠি পর্যন্ত দেন তিনি। এমনকি, ওই যুবক নিজের রক্ত দিয়ে চিঠিটি লেখে। এ ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য। চিঠির মাধ্যমে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দীনেশ লেখে, “বিগত বছরগুলিতে জন্মাষ্টমী উপলক্ষ্যে যে সকল জায়গায় কৃষ্ণের পুজো করা হয়েছে, সেগুলি কোনটাই আক্ষরিক অর্থে তাঁর জন্মস্থান নয়। শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান হল শাহি মসজিদ। মসজিদের ভিতরেই জন্মাষ্টমী উৎসব পালন করা হোক। আশা রাখছি, আপনি আমার আবেদনে সাড়া দেবেন।”

Untitled design 16 5

নিজের রক্ত দিয়ে চিঠি লেখার পাশাপাশি যোগী আদিত্যনাথকে ওই যুবক ‘হনুমানের অবতার’ বলেও আখ্যা দেয়। প্রসঙ্গত, অতীতেও রাম এবং শ্রীকৃষ্ণকে নিয়ে একাধিক মামলা আদালতে গড়িয়েছে। এক্ষেত্রে এ বিতর্ক কোথায় গিয়ে থামে, তা ভবিষ্যতই বলবে। তবে মসজিদের ভিতরে জন্মাষ্টমী উৎসব পালন করতে এক প্রকার নাছোরবান্দা যুবক। এমনকি, দীনেশ এও জানায়, “মসজিদের ভিতর কৃষ্ণের জন্মদিন পালন করার অনুমতি যদি না মেলে, তাহলে আমাকে মৃত্যুর অনুমতি দেওয়া হোক। কারণ, কৃষ্ণের আসল জন্মস্থানে যদি পুজো করার অনুমতি না মেলে, তাহলে জীবন রেখে কোনো লাভ নেই।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর