হঠাৎ করেই হিন্দুরা জেগে উঠেছেন! আমিরের পাশে দাঁড়িয়ে বয়কটকারীদেরই ব‍্যঙ্গ ‘শক্তিমান’ মুকেশ খান্নার

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সুপারস্টার আমির খান (Aamir Khan)। তাঁর ছবি নিয়ে চর্চা হবে এটাই স্বাভাবিক। কিন্তু সদ‍্য মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) নিয়ে যেমন চর্চা চলছে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি আমির। লগান, রঙ দে বসন্তি, থ্রি ইডিয়টস, তারে জমিন পর, দঙ্গলের মতো ছবি উপহার দিয়েছেন যিনি, তাঁর প্রথম সপ্তাহে ৫০ কোটিও উঠছে না বক্স অফিসে।

দর্শকরা একজোট হয়ে বয়কটের ডাক দিয়েছে আমিরের লাল সিং চাড্ডাকে। এমন পরিস্থিতি যে হতে পারে তা এত বছরের কেরিয়ারে অভিনেতা না কখনো দেখেছেন আর না কখনো ভাবতে পেরেছেন‌।বক্স অফিসের এই হাল দেখে নাকি স্তম্ভিত হয়ে গিয়েছেন আমির। প্রচণ্ড রকম ভেঙে পড়েছেন তিনি। এবার লাল সিং চাড্ডা নিয়ে বিষ্ফোরক মন্তব‍্য করলেন ‘শক্তিমান’ মুকেশ খান্না (Mukesh Khanna)।

Mukesh khanna
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশকে প্রশ্ন করা হয়েছিল, লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার কারণ কী? উত্তরে মুকেশ স্পষ্টই বলেন, “এটা প্রথম বার নয় যখন কোনো ছবি নিয়ে বিতর্ক হচ্ছে। এর আগেও অনেক ছবির সঙ্গে এমনটা হয়েছে। কিন্তু এটা প্রথম বার যে কোনো পুরনো মন্তব‍্যের জেরে বিতর্ক তুঙ্গে উঠেছে।”

মুকেশ খান্না তীর্যক স্বরে বলেন, কিছু তথাকথিত পরিচালক প্রযোজকরা মনে করে কোনো একটি ধর্মকে নিশানা বানিয়ে, হাঙ্গামা করলে ছবির লাভ হবে। এটা ভুল‌। এই বয়কট ট্রেন্ডে বলিউডের খুব বড় ক্ষতি হচ্ছে, সেদিকে নজর দেওয়াটা জরুরি।

অবশ‍্য শুধু বলিউড তারকাদের নয়, ট্রোলারদেরও একহাত নিয়েছেন মুকেশ খান্না। তিনি মনে করিয়ে দিয়েছেন, আমিরের দঙ্গল ছবির আগেও বিতর্ক হয়েছিল। কিন্তু সেই ছবিই ব্লকবাস্টার হিট হয়েছিল। এখন হঠাৎ করেই যেন হিন্দুরা জেগে উঠেছে! মুকেশের কথায়, যেকোনো ছবি বানাতেই অনেক টাকা আর শ্রম লাগে। তাই ছবি ফ্লপ হলে খারাপ লাগবেই। মুকেশ চান যে সবার ছবিই ভাল ব‍্যবসা করুক।

Niranjana Nag

সম্পর্কিত খবর