বাংলাহান্ট ডেস্ক: পরপর লাগাতার ছবি ফ্লপ। অক্ষয় কুমারের (Akshay Kumar) সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan) বয়কটের ডাক দিয়েছে দর্শকদের একটা বড় অংশ। মুক্তির এক সপ্তাহ কেটে গেলেও ৫০ কোটি টাকাও তুলতে পারেনি অক্ষয়ের বিগ বাজেট ছবি। কিন্তু অভিনেতার অবশ্য তাতে বিশেষ হেলদোল নেই তিনি যেন যন্ত্রের মতো একটার পর একটা ছবিতে সই করে চলেছেন। বয়কটের ডাকের মাঝেই নতুন ছবির টিজার সামনে আনলেন অক্ষয়।
বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ আর এখন রক্ষা বন্ধন, পরপর তিনটি ছবি ফ্লপ হয়েছে অক্ষয়ের। মোটে এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে রক্ষা বন্ধন। ৫০ কোটিও ছুঁতে পারেনি ব্যবসা, এর মধ্যেই নতুন ছবির ঘোষনা সেরে ফেললেন ‘খিলাড়ি কুমার’। তাঁর আসন্ন ছবি ‘কাঠপুতলি’ মুক্তি পাবে OTT প্ল্যাটফর্মে।
টিজারটি অক্ষয়ের একাধিক ছবি নিয়ে তৈরি হয়েছে। এখানে অক্ষয় একজন পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করছেন। এক সিরিয়াল কিলারের খোঁজে নামতে চলেছেন তিনি। টিজার শেয়ার করে ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘এই খেলা শক্তির নয়, মস্তিষ্কের। আর এই মস্তিষ্কের খেলায় আপনি আমি সবাই কাঠের পুতুল।’ আগামী ২ রা সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।
কমেন্ট বক্সে বিচিত্র সব মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন বিস্মিত হয়ে প্রশ্ন করেছেন, এই মানুষটা কি আদৌ ছুটি নেন? পরপর একের পর এক ছবি আসছে তাঁর। আগে বছরে ৪ টে ছবি আনতেন। এখন প্রতি মাসে একটা করে ছবি আসবে অক্ষয়ের।
Yeh khel power ka nahi, mind ka hai.
Aur is mind game mein aap aur main…sab #Cuttputlli hain.
Dropping on @DisneyPlusHS, 2nd September. Trailer out tomorrow@vashubhagnani @Rakulpreet @ranjit_tiwari @jackkybhagnani @honeybhagnani @poojafilms #CuttputlliOnHotstar pic.twitter.com/l9uyi2Pp7Z— Akshay Kumar (@akshaykumar) August 19, 2022
অনেকে আবার কটাক্ষ করেছেন, OTT প্ল্যাটফর্মে কেন রিলিজ করছেন অক্ষয়? বড়পর্দাতেই করতে পারতেন। বয়কট করতে আরো মজা আসত। আরেকজন লিখেছেন, এটা দক্ষিণী ছবি রতশাসনের হিন্দি রিমেক। তার থেকে আসল ছবিটার হিন্দি ডাবিং দেখা ভাল, বলিউডের ছবি না দেখে।
প্রসঙ্গত, গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছিল রক্ষা বন্ধন। ছবি মুক্তির আগে থেকেই বয়কটের ডাক উঠেছিল। অক্ষয় বয়কট না করার আর্জি জানালেন কোনো লাভ হয়নি। ছবির ব্যবসার পরিমাণ দিনের পর দিন কমেই চলেছে। সোমবার অক্ষয়ের ছবি তুলেছিল ৬.৩১ কোটি টাকা। সেখান থেকে বুধবার সংগ্রহ এসে ঠেকেছে মোটে ১.৭০ কোটি টাকায়।