Indian Railways: আগামী প্রায় ১০ দিনের জন্য বাতিল ৫২ টি দূরপাল্লার ট্রেন! বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আগামী রোববার অর্থাৎ ২১ আগস্ট থেকে বন্ধ থাকবে বিলাসপুর ডিভিশনের দক্ষিণ-পূর্ব ও মধ্য শাখার ট্রেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে , আগামী ২১ অগাস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রায় ৫২ টি দূরপাল্লার ট্রেন কে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

দক্ষিণপূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশনের রায় গড় ঝাড়সুগুদা শাখায় আগামী প্রায় ১০ দিন ধরে চলবে ইন্টারলকিং এর কাজ এবং সেই কারণেই বন্ধ থাকবে রেল চলাচল। মাসের শেষে ভোগান্তি দূরপাল্লার যাত্রীদের। চলতি মাসের ২১ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে শুধু দূরপাল্লার ট্রেন বলে নয়, দৈনিক ট্রেন , সাপ্তাহিক ট্রেন , দ্বি-সপ্তাহিক ট্রেনও বাতিলের খাতায় নাম লিখিয়েছে।

   

বাতিল হয়ে যাওয়া দূরপাল্লার ট্রেন গুলির মধ্যে বেশির ভাগই হাওড়া জংশন শালিমার জংশন অথবা সাঁতরাগাছি জংশন থেকেই ছাড়ে। কিন্তু আগামী প্রায় ১০ দিন এই সমস্ত ট্রেন গুলি বন্ধ থাকায় সমস্যার মুখোমুখি হতে পারে প্রাত্যাহিক যাত্রী সহ দূরপাল্লার যাত্রীরাও।

জানেন কি কোন কোন ট্রেন বাতিল হয়েছে ?
তাহলে আসুন এক নজরে চোখ বুলিয়ে নিই বাতিল হয়ে যাওয়া ট্রেনের তালিকায়।
হাওড়া স্টেশন থেকে বাতিল হয়েছে:-
• হাওড়া – পুনে এক্সপ্রেস
• •হাওড়া – মুম্বাই এক্সপ্রেস
•হাওড়া – আহমেদাবাদ এক্সপ্রেস
••হাওড়া – সাই নগর এক্সপ্রেস

সাঁতরাগাছি জংশন থেকে বাতিল করা হয়েছে:-

• সাঁতরাগাছি পুনে এক্সপ্রেস
• • সাঁতরাগাছি পূর্বাঞ্চল এক্সপ্রেস
• সাঁতরাগাছি নান্দের এক্সপ্রেস

শালিমার স্টেশন থেকে বাতিল করা হয়েছে:-

• শালিমার পোর বন্দর এক্সপ্রেস
• • শালিমার ওখা এক্সপ্রেস ও আরো অনেক ট্রেন।

যে সমস্ত যাত্রীদের অগ্রিম টিকিট বুক করা ছিল তারা এই মুহূর্তে সমস্যার মুখে পড়েছেন তবে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে পহেলা সেপ্টেম্বর থেকে যথারীতি ট্রেন চলবে।

এমনিতেই পুজোর মরশুমে যেকোনো প্রান্তের ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে ওঠে। পাওয়া যায় না টিকিট। অনেক আগে থেকে বুক করতে হয় সিট। পুজোর আগে ১১ দিনের ট্রেনের বাতিল হওয়ার জন্য পুজোর সময় চাপে পড়তে পারে রেল সংস্থা। মাত্রাতিরিক্ত ভিড় হতে পারে ট্রেন গুলিতে। টিকিট পেতেও বেগ পেতে হতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর