বাংলা হান্ট ডেস্কঃ ‘দলের সঙ্গেই আছি আর দলের সঙ্গেই থাকবো’, এসএসসি (SSC) দুর্নীতি মামলায় জেল হেফাজতের মাঝে বড়সড় বয়ান দিয়ে বসলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিন প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) আচমকাই অসুস্থতা অনুভব করেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা। পরবর্তীতে তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুনরায় একবার জেলে প্রবেশের পথে প্রথমবারের মতো দলের হয়ে মুখ খুললেন পার্থ।
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশে বর্তমানে প্রেসিডেন্সি জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর মাঝেই দলের সকল পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি পার্থের বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়ে এসেছে তৃণমূল নেতৃত্ব। এমনকি বেশ কয়েকটি জনসভা থেকে প্রাক্তন শিল্পমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিতে দেখা গিয়েছে একাধিক তৃণমূল নেতা-নেত্রীকে। তবে অবশেষে সেই দলের পাশেই দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন প্রেসিডেন্সি জেলে আচমকাই অসুস্থতা অনুভব করেন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে এসএসএম হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয় তাঁর। এরপরই প্রেসিডেন্সি জেলে প্রবেশের পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, “আমি আগেও বলেছি, আমি দলের সঙ্গে ছিলাম, আছি আর দলের সঙ্গেই থাকবো।”
বিশেষজ্ঞদের মতে, হাজতবাসের পর এই প্রথম দলের পাশে থাকার বার্তা দিয়ে পাল্টা কৌশল খেললেন পার্থ। প্রসঙ্গত, এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক সময় মুখ খুলতে দেখা যায় পার্থকে। এক্ষেত্রে প্রধানত তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হওয়ার বিষয়টি সামনে আনেন তিনি। সম্প্রতি পার্থ জানান, “সময় আসলে সব প্রমাণ হবে। কেউ ছাড় পাবে না।” অবশ্য তাঁর এ বক্তব্যটি কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, সে প্রসঙ্গে সুস্পষ্ট কোন ধারণা মেলেনি। তবে এদিন দলের সঙ্গে থাকার বার্তা দেওয়ার মাধ্যমে পার্থ রাজনৈতিক জল্পনা বহুগুণে বাড়িয়ে দিলেন বলেই মত বিশেষজ্ঞদের।