বাংলা হান্ট ডেস্ক: এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবার রিটেল সেক্টরে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। মূলত, তাঁর সঙ্গে পাল্লা দিতে চলেছেন ভারতের আর এক ধনকুবের রাধাকিশন দামানি (Radhakishan Damani)। শুধু তাই নয়, ডিসকাউন্ট সুপার মার্কেট চেইন ডিমার্ট (DMart)-এর প্রতিষ্ঠাতা দামানি, এই প্রসঙ্গে একটি বড় পরিকল্পনাও তৈরি করেছেন।
স্টোরের সংখ্যা ৫ গুণ বাড়িয়ে দেওয়া হবে: ইতিমধ্যেই ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে, ডিসকাউন্ট সুপারচেইন ডিমার্টের প্রতিষ্ঠাতা রাধাকিশন দামানি রিটেল সেক্টরে তাঁর আধিপত্য বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি, ওই প্রতিবেদন অনুযায়ী আরও জানা গিয়েছে যে, ডিমার্ট তার স্টোরের সংখ্যা পাঁচ গুণ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনাও করেছে। মূলত এর মাধ্যমে রিটেল সেক্টরে বাজারের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চান দামানি।
সংস্থাটি বর্তমানে ২৮৪ টি স্টোর পরিচালনা করছে: জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেলের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করলেও এখনও DMart-এর সর্বমোট স্টোরের সংখ্যা কমই রয়েছে। পাশাপাশি, এই সেক্টরে কোম্পানিটি চতুর্থ অবস্থানে রয়েছে। উল্লেখ্য যে, DMart এভিনিউ সুপারমার্টস লিমিটেড (Avenue Supermarts Ltd)-এর অধীনে পরিচালিত হয়। এই প্রসঙ্গে কোম্পানির সিইও নাভিল নরোনহা জানিয়েছেন, DMart আগামী সময়ে তার স্টোরের সংখ্যা ২৮৪ থেকে বাড়িয়ে ১,৫০০ করতে পারে।
সময়সীমা উল্লেখ করেননি: যদিও, সংস্থার সিইও নেভিল নরোনহা Avenue Supermarts-এর DMart স্টোরের সংখ্যা কবে নাগাদ বৃদ্ধি পাবে সেই সময়সীমা প্রকাশ করেননি। । তিনি জানান যে, ভারতে অর্গানাইজড গ্রোসারি মার্কেট এখনও তার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এই ক্ষেত্রে বৃদ্ধির জন্য ভালো সুযোগও রয়েছে। আপাতত শুধু স্টোর বাড়ানোর দিকে মনোনিবেশ করতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই কোম্পানিটি গত অর্থবর্ষে দেশজুড়ে ৫০ টি নতুন স্টোর চালু করেছিল।
রিলায়েন্স রিটেলের রয়েছে এতগুলি স্টোর: মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল ২০২২ সালের জুলাই মাসে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। ওই সময়, সংস্থার তরফে বলা হয়েছিল যে, রিলায়েন্স রিটেল লিমিটেড ক্রমাগত তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ত্রৈমাসিকে ৭৯২ টি নতুন স্টোর খোলার পাশাপাশি, সারা দেশে ওই সংস্থার মোট স্টোরের সংখ্যা ১৫,৮৬৬-তে গিয়ে পৌঁছেছে।
রিলায়েন্স রিটেলের লাভ দ্বিগুণ হয়েছে: মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স রিটেল আরও জানিয়েছিল যে, চলতি আর্থিক বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কর পূর্ব মুনাফা দ্বিগুণ হয়ে ৩,৮৯৭ কোটি টাকা হয়েছে। এই প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়, ফ্যাশন, লাইফস্টাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্যবসায় আয় বৃদ্ধির কারণে এই মুনাফা বেড়েছে। জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবার, এই কোম্পানির শেয়ার ২,৬৬২ টাকায় সামান্য পতনের সাথে বন্ধ হয়েছিল।
বিনিয়োগকারীদেরকে দিয়েছে বাম্পার রিটার্ন: দামানির অ্যাভিনিউ সুপারমার্টের শেয়ারগুলি ২০১৭ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল। এদিকে, এই তালিকাভুক্তির পর থেকে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের ১,৩৭০ শতাংশ রিটার্ন দিয়েছে। পাশাপাশি, ২,৮৭,৮৬১ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ এই কোম্পানির শেয়ার বৃহস্পতিবার ১.২৮ শতাংশ বেড়ে ৪,৪৫৫ টাকায় বন্ধ হয়।