বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে একাধিক দুর্নীতি মামলায় ক্রমশ জেরবার রাজ্যের শাসক দল। কয়লা পাচার থেকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় অস্বস্তি বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। এর মাঝেই আবার দলের ভেতর গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। এমনকি, দলের ভেতর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুটি দল তৈরি হয়ে গিয়েছে বলে মনে করছে একটি মহল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক প্রসঙ্গে বড়সড় বয়ান দিয়ে বসলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (Sougata Roy)। তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত হতে এখনো অভিষেকের অনেক সময় লাগবে।”
বর্তমানে বাংলায় এসএসসি, প্রাথমিক টেট দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার ও গরু পাচার মামলায় একাধিক নেতা-নেত্রীদের নাম জড়িত থাকার ফলে দেওয়ালে পিঠ থেকে চলেছে তৃণমূল কংগ্রেসের। এই পরিস্থিতিতে বিরোধীরা ক্রমশ দাবি করে আসছে যে, তৃণমূলের অন্দরে মমতা বনাম অভিষেক দুটি দল তৈরি হয়ে গিয়েছে। সম্প্রতি, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানান, “আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।” ফলে স্বাভাবিকভাবেই জল্পনার সৃষ্টি হয়। তবে এর মাঝে এবার আসরে নামলেন সৌগত রায়।
সম্প্রতি একটি ইন্টারভিউ চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি জানান, “বর্তমানে দেশের রাজনীতিতে বিরোধী নেতা-নেত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে রয়েছেন। ওনার অবদান অনস্বীকার্য। একা একটি দল তৈরি করে যেভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলায় ক্ষমতায় আসেন মমতা, তা এক কথায় অনবদ্য।” একইসঙ্গে দুর্নীতি প্রসঙ্গে একাধিক মন্তব্য করতে শোনা যায় তৃণমূল নেতাকে।
এরপরেই মমতা এবং অভিষেক প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সৌগতবাবু জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আসতে অভিষেকের এখনও সময় লাগবে। ও বর্তমানে দলে প্রয়োজনীয় জায়গা নিয়ে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রী অভিষেককে সংগঠনের জায়গাটা অনেকখানি ছেড়ে দিয়েছেন। তবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত হিসেবে কেউ নেই। ওর জায়গায় অভিষেককে আসতে অনেক সময় লাগবে।” এরপরই ২০২৬ বিধানসভা নির্বাচনকে উল্লেখ করে তিনি জানান, “পরবর্তী বিধানসভা নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করব।”