বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডুরান্ডের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো এটিকে মোহনবাগান। আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের কাছে প্রথম ম্যাচে দুবার এগিয়ে গিয়েও ১৭ বছর বয়সী তরুণের শেষ মুহূর্তের গোলে রাজস্থান ইউনাইটেড এফসির ৩-২ ফলে হারলো জুয়ান ফের্নান্দোর ছেলেরা। গোটা ম্যাচে যদিও দাপট ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। কিন্তু মনবীর সিংরা গোলের সহজ সুযোগ নষ্ট করেন যার ফলে শেষ পর্যন্ত এই হার। দুবার গোল এর সামনে গোলরক্ষককে একা পেয়েও বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন মনবীর নিজে। ফলে মাঝমাঠে জনি কাউকোরা দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত হার দিয়েই ডুরান্ডে অভিযান শুরু করতে হলো তাদের।
প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ১-১। পোগবা, কাউকো হুগো বৌমৌস, লিস্টন, আশিক, আশিসদের নিয়ে পূর্ণশক্তির দলই নামিয়েছিলেন জুয়ান ফের্নান্দো। প্রথমার্ধের শেষদিকে ৪৩ মিনিটে আশিক কুরুনিয়ানের ক্রস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন গতবছর কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান নাসিরি। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে অতিরিক্ত সময়ে গোল করে রাজস্থানকে সমতায় ফেরান তাদের কিরঘিজস্তানের মিডফিল্ডার বেকতুর আমানগেলদিয়েভ। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এটিকে মোহনবাগানের হয়ে নিজের প্রথম গোলটি করেন তারকা ভারতীয় ফুটবলার আশিক কুরুনিয়ান। হুগো বুমোর পাস ধরে মাত্র ৪৬ মিনিটে তিনি ফের দলকে এগিয়ে দেন। কিন্তু তার ঠিক ১৬ মিনিট পরে আমানগেলদিয়েভের সাধারণ পাশ থেকে ২-২ করে দেন রেমসাঙ্গা। এরপর চলে মোহনবাগানের দাপট এবং সুযোগ নষ্টের পালা। কিছুতেই তৃতীয় গোল খুঁজে পায়নি তারা।
নির্ধারিত ৯০ মিনিটের শেষদিকে স্কুলের সামনে পৌঁছে ঠিকঠাক শট নিতে না পারায় সুযোগ নষ্ট করেন এটিকে মোহনবাগানে এই বছরই যোগ দেওয়া আশিষ রাই। এই মিসের ভালো খেসারত দিতে হয় এটিকে মোহনবাগানকে। ম্যাচের অতিরিক্ত ৫ মিনিটের একদম শেষ দিকে মাত্র ১৭ বছর বয়সী নিকুম কল করে এটিকে মোহনবাগান সমর্থকদের হৃদয় ভেঙে দেন। তারকাসমৃদ্ধ এটিকে মোহনবাগানের দুর্দান্ত জয় দিয়ে মরশুম শুরু করলো রাজস্থান ইউনাইটেড এফসি। এই ম্যাচটিকে চলতি ডুরান্ডের প্রথম অঘটনও বলা যেতে পারে।