‘একটার বদলে দশটা” অনুব্রতর গড়ে দাঁড়িয়ে হুঙ্কার সুকান্তর, দিলেন হুঁশিয়ারিও

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে একের পর এক দুর্নীতি মামলায় উত্তপ্ত রাজনীতি। একদিকে যখন শাসক দল বিজেপির (BJP) দিকে অভিযোগের আঙ্গুল তুলে রাস্তায় নেমেছে, আবার অপরদিকে শাসকের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াতে দেখা গিয়েছে বিরোধীদের। বর্তমানে তাদের মুখে হামেশাই শোনা যাচ্ছে প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ নেওয়ার সংকল্প। অতীতেও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে তীব্র ভাষায় কটাক্ষ ছুড়ে দিতে দেখা গিয়েছে বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। সেই ধারা বজায় রেখে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপি নেতার হুঁশিয়ারি, “ঝান্ডার সঙ্গে ডান্ডাও বড় রাখবেন। কেউ যদি হামলা করে, তাহলে তাকে উপযুক্ত জবাব দিতে হবে।”

সম্প্রতি, দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। অনুব্রতর গ্রেফতারির পর থেকেই রাজনৈতিক বিতর্ক চরমে। বিরোধীদের কটাক্ষ এবং শাসকের প্রতিবাদ মাঝে পরিস্থিতি ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। এর মাঝে এবার বর্ধমানের একটি দলীয় কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছুড়ে দিলেন সুকান্ত মজুমদার। সভামঞ্চে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “একটা মার দিলে দশটা মার দিয়ে ফিরতে হবে। কেউ যদি আমাদের উপর হামলা চালায়, তবে তার উপযুক্ত জবাব দিতে হবে। চড়াম চড়াম ঢাক বাজানোর পাশাপাশি অনেকে গুড় বাতাসা খেয়েছেন। এবার সেটা খাওয়ানোর প্রস্তুতি নিতে হবে। দল কর্মীদের পাশে রয়েছে।”

সম্প্রতি, অনুব্রত মণ্ডলের ‘গড়’ বোলপুরে সভা করে একই ভাষাতে আক্রমণ শনাতে শোনা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। সেই সময় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ঝান্ডার সঙ্গে ডান্ডাও বড় রাখুন। নবান্ন অভিযান করার সময় যদি ঝান্ডা ছোট হয়, তবে কোন অসুবিধা নেই। কিন্তু ডান্ডাটা সবসময় বড় রাখবেন। ওরা অনেক অত্যাচার করেছে, তবে এবার এর বিরুদ্ধে শুধু প্রতিরোধ কিংবা প্রতিবাদ গড়ে তুললে হবে না, নিতে হবে প্রতিশোধ।”

Untitled design 58

গতকাল বর্ধমানের সভা মঞ্চ থেকে সেই একই ভাষাতে আক্রমণ শানালেন তিনি। প্রসঙ্গত, অনুব্রত গ্রেফতারির মাঝে বিগত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে কটাক্ষ করে আসছে বিরোধী দলগুলি। এক্ষেত্রে অতীতেও প্রতিবাদ এবং প্রতিশোধের ধ্বনি শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের গলায়। সম্প্রতি তিনি বলেন, “পুলিশকে সরিয়ে মাঠে নামুন, আমরাও খেলব।” আর গতকালের সভামঞ্চ থেকে বিজেপি নেতার নয়া হুঁশিয়ারি রাজনৈতিক বিতর্ক বহুগুণে বৃদ্ধি করবে বলেই মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর