বাংলা হান্ট নিউজ ডেস্ক: সিরিজের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিল জিম্বাবোয়ে। নিয়ম রক্ষার ম্যাচে প্রথমে ব্যাট করে শুভমান গিলের শতরানের দৌলতে স্কোরবোর্ডে ২৮৯ রান তুলেছিল। জবাবে ৩০ ওভারের মধ্যে ১২২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবোয়ে। কিন্তু সিকান্দার রাজার দুর্দান্ত এবং আগ্রাসী শতরানের দৌলতে ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিল দলটি। শেষমেষ মাত্র ১৩ রানের ব্যবধানে হার মানতে হয় তাদের।
আজও দ্বিতীয় ওডিআই ম্যাচের মতোই ব্যাট হাতে ওপেন করতে নেমে ছিলেন শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। কিন্তু অত্যন্ত শ্লথগতিতে ব্যাটিং করছিলেন তারা। রাহুল ৩০ এবং ধাওয়ান ৪০ রান করে আউট হন। তারপরে ইনিংসে গতি সঞ্চার করেন শুভমান গিল এবং তার সঙ্গী ঈশান কিষান। ভারত সেদিন স্বর্গে অতিক্রম করতে পারে নি তার কারণ হলো প্রথমদিকে ওপেনারদের ধীরগতিতে ব্যাটিং এবং পরের দিকে গিল এবং কিষান আউট হওয়ার পর আর কোনও ক্রিকেটারের বেশিক্ষণ দাঁড়াতে না পারা।
রাহুল ১৫টি চার এবং একটি ছক্কা সহযোগে ৯৭ বলে ১৩৭ রান করেন এবং সঙ্গী ঈশান কিষান ৬১ বলে ৫০ রান করে আউট হন। ৫ উইকেট নেন ব্র্যাডলি ইভান্স। জিম্বাবোয়ে ওপেনাররা ভারতীয় বোলারদের খুব বেশি বেগ দিতে না পারলেও তিন নম্বরে নামা অভিজ্ঞ শন উইলিয়ামস ৪৫ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু ভারতীয় স্পিনারদের সামনে একেবারে সুবিধা করে উঠতে পারেনি জিম্বাবোয়ের মিডল অর্ডার। একমাত্র ব্যতিক্রম ছিলেন অভিজ্ঞ জিম্বাবোয়ে ক্রিকেটার সিকান্দার রাজা।
৯৫ বলে ১১৫ রান এর একটি অসাধারণ ইনিংস খেলেন সিকান্দার রাজা। ১৬৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার জিম্বাবোয়ের তার ব্যাটে ভর করে শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রানের। ব্র্যাডলি ইভান্সের ২৮ রানের ক্যামিও যথেষ্ট ছিল না। কিন্তু শেষ পর্যন্ত পরপর উইকেট হারিয়ে পুরো ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয় তারা। ফাস্ট বোলাররা প্রত্যেকেই প্রচুর রান বিলিয়েছেন। কিন্তু ভারতীয় স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। ১০ ওভারে ৩৮ এবং ৩০ রান দিয়ে ২ টি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। এই নিয়ে পরপর ৪টে ওডিআই সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনও ম্যাচ না হেরে সিরিজ জিতলো ভারত।