সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে নাচে মাতলেন শিখর ধাওয়ানরা, ভাইরাল ভারতীয় ক্রিকেটারদের নাচের ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: লোকেশ রাহুলের নেতৃত্বে কাল প্রথম কোনও সিরিজ জিতেছে ভারতীয় দল। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন কর্ণাটকের এই ক্রিকেটার। কিন্তু সেবার অ্যাওয়ে সিরিজে ৩-০ ফলে হারতে হয়েছিল ভারতকে। কিন্তু দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নিয়েও বড় জয় পেল ভারত। তৃতীয় এবং শেষ ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচে একেবারেই কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি জিম্বাবোয়ে।

ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের ড্রেসিংরুমে উদযাপন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সহ-অধিনায়ক শিখার ধাওয়ান নিচের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সেই ভিডিওটি শেয়ার করেছেন যেখানে ভারতীয় তরুণ ক্রিকেটাররা কালা চশমা গানে কোমর দোলাচ্ছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সিনিয়র ধাওয়ানও।

চলতি বছরের শুরুর দিকে একটি নাচের দল যাদের নাম কুইক স্টাইল, তাদের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। ভারতীয় দলকে কালকে এসেই নৃত্যশৈলী অবলম্বন করতে দেখা গেছে জয়ের উদযাপনের সময়। শাহবাজ আহমেদ, শুভমান গিলদের নাচের স্টেপ এখন মন কেড়েছে ক্রীড়াপ্রেমীদের।

তৃতীয় ম্যাচে শুভমান গিল নিজের প্রথম ওডিআই আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন। কিন্তু পাল্টা শতরান করে ভারতকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছিলেন জিম্বাবোয়ের অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা। ভারতীয় স্পিনাররা কৃপণ বোলিং করলেও পেসারদের খুবই সমস্যায় পড়তে হয়েছে তার সামনে। কিন্তু শেষ পর্যন্ত ১৩ রানে জয় পায় ভারত।


Reetabrata Deb

সম্পর্কিত খবর