আগেভাগেই সেরে রাখুন জরুরি কাজ, সেপ্টেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! রইল ছুটির তালিকা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আগস্ট (August) মাস প্রায় শেষ হতে চলল। যে কারণে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত কাজের পরিকল্পনা করে নিচ্ছেন প্রত্যেকেই। এমতাবস্থায়, জানিয়ে রাখি যে, সেপ্টেম্বর মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর সেই কারণে ওই মাসে ব্যাঙ্ক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আজ থেকেই সেটি সেরে ফেলার পরিকল্পনা শুরু করুন। না হলে সমস্যায় পড়তে হতে পারে। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) ছুটির ক্যালেন্ডার অনুসারে জানা গিয়েছে যে, সেপ্টেম্বর মাসে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও একাধিক দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। আর সেই কারণে এখন থেকেই সতর্ক হয়ে যান।

রাজ্য অনুযায়ী নির্ধারিত হয়েছে ছুটি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ক্যালেন্ডার অনুসারে, সেপ্টেম্বর মাসে মোট ৮ টি ছুটি রয়েছে। এছাড়া শনি ও রবিবার মিলিয়ে আরও পাঁচ দিন ছুটি থাকবে। এর ফলে পুরো মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে, এই ছুটিগুলি রাজ্য অনুযায়ী ভিন্ন হতে পারে। মাসের শুরুতেই অর্থাৎ ১ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর (দ্বিতীয় দিন) কারণে পানাজি এবং গোয়ার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

এই কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি: এরপরে ৬ সেপ্টেম্বর, কর্ম পূজা উপলক্ষে ঝাড়খণ্ডে ব্যাঙ্ক ছুটি থাকবে। তিরুবনন্তপুরম এবং কোচিতে ৭ এবং ৮ সেপ্টেম্বর ওনামের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ইন্দ্র যাত্রার কারণে ৯ সেপ্টেম্বর সিকিমের গ্যাংটকে ব্যাঙ্ক ছুটি থাকবে। এর পাশাপাশি, আরবিআই-এর ক্যালেন্ডার অনুসার, কেরলের তিরুবনন্তপুরম এবং কোচিতে ব্যাঙ্কগুলি ১০ সেপ্টেম্বর শ্রী নারভানে গুরু জয়ন্তীর কারণে বন্ধ থাকবে।

এছাড়াও, ২১ সেপ্টেম্বর তিরুবনন্তপুরম এবং কোচিতেও ব্যাঙ্ক ছুটি থাকবে। এদিন মূলত, শ্রী নারায়ণ গুরু সমাধি দিবসের কারণে ব্যাঙ্কের পরিষেবা থাকবে। এরপরে ২৬ সেপ্টেম্বর, নবরাত্রি স্থাপনের কারণে জয়পুর এবং মণিপুরের ইম্ফলে ব্যাঙ্ক ছুটি থাকবে। এছাড়া ২৪ সেপ্টেম্বর চতুর্থ শনিবার হওয়ার কারণে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ স্থগিত থাকবে।

সেপ্টেম্বরের ছুটির তালিকা:
১ সেপ্টেম্বর- গণেশ চতুর্থী (২য় দিন)।
৪ সেপ্টেম্বর- রবিবার
৬ সেপ্টেম্বর- কর্ম পূজা
৭ ও ৮ সেপ্টেম্বর- ওনাম
৯ সেপ্টেম্বর- ইন্দ্র যাত্রা
১০ ই সেপ্টেম্বর- শ্রী নারভানে গুরু জয়ন্তী / ২য় শনিবার

banks kGyH
১১ সেপ্টেম্বর- রবিবার
১৮ সেপ্টেম্বর- রবিবার
২১ সেপ্টেম্বর- শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস
২৪ সেপ্টেম্বর- চতুর্থ শনিবার
২৫ সেপ্টেম্বর- রবিবার
২৬ সেপ্টেম্বর- নবরাত্রি স্থাপন


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর