বাংলাহান্ট ডেস্ক: বাংলা রাজনীতিতে অতি নাটকীয়তা চলছে চলতি মাসের শুরুর দিক থেকেই। এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি ঝড় তুলেছিল বিভিন্ন মহলে। সে সময়েই চর্চায় উঠে এসেছিল একটি নাম, অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোকি নগদ টাকা, প্রচুর সম্পত্তির নথিপত্র, সোনাদানা।
অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত অর্পিতার ইতিহাস ঘাঁটতেই উঠে এসেছিল একাধিক চমকপ্রদ তথ্য। অভিনেত্রী হিসাবে তেমন নাম না করা অর্পিতাও অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সঙ্গে। যদিও অর্পিতার কাণ্ডকারখানা ধরা পড়ার পর অনেকেই তাঁকে ‘অভিনেত্রী’ বলা নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন।
কিন্তু মশকরা করার সুযোগ পেয়ে ছেড়ে দেননি নেটিজেনরা। ছবিটির নাম ছিল ‘জিনা: দ্য এন্ডলেস লভ’। সেই ছবিরই জনপ্রিয় গান ‘আগুন ছুঁয়েছে মন’ এর ভিডিও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে। বিচিত্র সব কমেন্ট করছেন নেটনাগরিকরা। একজন ব্যঙ্গ করেছেন, ‘টাকাগুলোর আগেভাগে ব্যবস্থা করে ফেললে এই গানটা পার্থদার সঙ্গে ডুয়েটে গাইতে পারতেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, সৎ পথে পরিশ্রম করলে সোহমের মতো তিনিও মহানায়িকা হতে পারতেন।
এতদিন সমস্ত ট্রোল, কটাক্ষ চুপ করেই সহ্য করে এসেছেন সোহম। এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন তিনি। পার্থ-অর্পিতা কাণ্ড নিয়ে মাতামাতি আগের থেকে অনেকটাই স্তিমিত। এর মধ্যেই অর্পিতার সঙ্গে নিজের কাজের স্মৃতি চারণ করলেন ‘মহানায়ক’।
সোহম জানান, নিজের অভিনয় কেরিয়ারের একেবারে শুরুর দিককার ছবি ছিল সেটা। অর্পিতার সঙ্গে তিনি কাজ করেছিলেন ওই ছবিতে। তবে একসঙ্গে কাজ করলেও কার ব্যক্তিগত জীবনে কী চলছে না চলছে সেটা তাঁর পক্ষে জানা সম্ভব নয় বলে স্পষ্ট জানান সোহম। এর বেশি ‘অপা’ কাণ্ড নিয়ে বলতে চাননি তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘জিনা: দ্য এন্ডলেস লভ’। সোহম অর্পিতা ছাড়াও সেই ছবিতে অভিনয় করেছিলেন আম্রপালি ভট্টাচার্য, রাজেশ মুখোপাধ্যায়রা। গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী এবং অন্বেষা দত্তগুপ্ত। ২০০৯ এ মুক্তি পেলেও সম্প্রতি এই গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে ভাইরাল।