বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে তৃণমূল নেতার গ্রেফতারের পরই প্রতিদিনই কোনো না কোনো বিস্ফোরক তথ্য সামনে এসে চলেছে। আগামীকাল এই মামলায় ফের একবার আদালতে তোলা হতে চলেছে অনুব্রতকে আর তার মাঝে এদিন সিবিআই আদালতের বিচারককে দেওয়া একটি হুমকি চিঠিকে কেন্দ্র করে বাধে বিপত্তি! অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে বলে চিঠিতে উল্লেখ করে এক ব্যক্তি। এরপরই গোটা ঘটনা ঘিরে শুরু হয় চাঞ্চল্য। তবে চিঠিতে প্রেরকের জায়গায় যার নাম রয়েছে, সেই বাপ্পা চট্টোপাধ্যায় (Bappa Chatterjee) সম্পূর্ণ ঘটনায় এক প্রকার হতবাক হয়ে পড়েছেন।
উল্লেখ্য, বাপ্পা চট্টোপাধ্যায় বর্তমানে বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক পদে নিযুক্ত রয়েছেন। তবে তিনি অনুব্রত মণ্ডল কাণ্ডে কি কারনে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দিলেন, সে বিষয়ে একাধিক প্রশ্ন চিহ্নের সৃষ্টি হয়েছে। তবে যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সম্পূর্ণ ঘটনায় তিনি এক প্রকার হতবাক। যদিও এ প্রসঙ্গে তাঁর সাফ জবাব, “আমি বিচারককে হুমকি দিইনি। কেনই বা দিতে যাব?”
পরবর্তীতে তৃণমূলের সঙ্গে তাঁর যোগ প্রসঙ্গে বাপ্পা জানান, “আমি একজন সাধারণ কর্মচারী। আমি কোনো ধরনের মূলই করি না। তৃণমূল দলের কোনো পদেও আমি নেই।” তবে তার নামে কিভাবে বিচারকের কাছে হুমকি চিঠি পৌঁছে গেল, এ প্রসঙ্গে বাপ্পা জানান, “বর্তমানে যে চিঠি প্রসঙ্গে বিতর্ক ছড়িয়েছে, তার সঙ্গে আমার কোনরকম যোগ নেই। এক্ষেত্রে কেউ অফিসের স্ট্যাম্প এবং আমার সই জাল করে থাকতে পারে। সম্পূর্ণ ঘটনায় তদন্তের প্রয়োজন রয়েছে। যদি প্রয়োজন হয়, আমার সই পরীক্ষা করে দেখা যেতে পারে।”
প্রসঙ্গত, গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসে চলেছে। এর মাঝে আগামীকাল ফের একবার আদালতে তোলা হতে চলেছে তাঁকে। তার আগে এদিন বিচারককে উদ্দেশ্য করে হুমকি চিঠি যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছে। তবে এক্ষেত্রে যদি বাপ্পা সত্যিই নির্দোষ হন, তবে রাজেশ চক্রবর্তীর পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি কে দিলো, সে বিষয়ে দেখা দিয়েছে বিস্তর জল্পনা।