বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মোট সম্পদের বিচারে রেষারেষি অব্যাহত রয়েছে। পাশাপাশি, গত মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নেয়ারের তালিকায় আরও একবার বড় পরিবর্তন এসেছে। শুধু তাই নয়, এবার সম্পদ বৃদ্ধি করে এই তালিকার নবম স্থানে উঠে এসেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মূলত, দীর্ঘদিন ধরে দশ নম্বর স্থানে ছিলেন আম্বানি। তবে, এবার সেই স্থান পরিবর্তন করলেন তিনি। অন্যদিকে, নতুন তালিকা অনুযায়ী, প্রবীণ বিনিয়োগকারী ওয়ারেন বাফেট সপ্তম স্থানে নেমে এসেছেন।
আম্বানির সম্পদের পরিমান বৃদ্ধি পেয়েছে: এই প্রসঙ্গে ফোর্বসের রিয়েল টাইম (Forbes Real Time) তালিকা অনুসারে জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানির সম্পদের পরিমান গত ২৪ ঘন্টায় ১.৫ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, এই বৃদ্ধির সাথে সাথে তাঁর মোট সম্পদের পরিমান বেড়ে হয়েছে ৯৫.৯ বিলিয়ন ডলার। শুধু তাই নয়, এক লাফে এই বিপুল পরিমান সম্পদ বাড়িয়ে আম্বানি আরেক ধনকুবের সার্গেই ব্রিনকে পেছনে ফেলেছেন।
গৌতম আদানি চার নম্বর স্থান ধরে রেখেছেন: শীর্ষ ১০ বিলিয়নেয়ারদের তালিকায় ভারতের আরও এক বিজনেস টাইকুন গৌতম আদানি তাঁর উপস্থিতি দারুণভাবে বজায় রেখেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এশিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ধনকুবের আদানির মোট সম্পদ ১৩৮.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২২ সালে, গৌতম আদানি, ইলন মাস্ক, জেফ বেজোস এবং অন্যান্যরা শীর্ষ বিলিয়নেয়ারদের তুলনায় উপার্জনের ভিত্তিতে অনেকটাই এগিয়ে রয়েছেন।
প্রথম স্থানে রয়েছেন ইলন মাস্ক: টেসলা এবং স্পেসএক্স-এর মতো কোম্পানির মালিক ইলন মাস্ক, ২৫৮.৮ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়ে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হিসেবে বিবেচিত হচ্ছেন। অপরিদকে, ফরাসি বিলিয়নেয়ার বার্নার্ড আর্নল্ট ১৬৩.৭ বিলিয়ন ডলার সম্পদের সাথে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। পাশাপাশি, জেফ বেজোস ১৫৭.৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন এবং চতুর্থ স্থানে রয়েছেন ভারতের গৌতম আদানি।
ওয়ারেন বাফেট সপ্তম স্থানে নেমে এসেছেন: জানিয়ে রাখি যে, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অভিজ্ঞ বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এই তালিকায় সপ্তম স্থানে নেমে এসেছেন। বর্তমানে বাফেটের মোট সম্পদের পরিমান হল ১০০.৩ বিলিয়ন ডলার। আপাতত তাঁর জায়গায়, ল্যারি এলিসন ১০৫ ৮ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়ে ষষ্ঠ ধনী ব্যক্তি হয়েছেন। অপরদিকে, বিল গেটস ১১২.২ বিলিয়ন ডলার সম্পদের সাথে পঞ্চম ধনী ব্যক্তি এবং ল্যারি পেজ ৯৭.৭ বিলিয়ন ডলার নিয়ে অষ্টম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।