এশিয়ার দলগুলির বিরুদ্ধে বিরাট কোহলির T-20 পরিসংখ্যান রীতিমতো ভয় পাইয়ে দেওয়ার মতো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টে খেলেই হাইভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবে ভারত। রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হয় এখনো শিবিরে যোগ দিতে পারেননি। তিনি যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন ভারতীয় দলের দায়িত্বে থাকছেন ভিভিএস লক্ষ্মণ। এবারও এই প্রতিযোগিতা জেতার জন্য আত্মবিশ্বাসী রোহিত শর্মার ভারতীয় দল। তবে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নজর যার ওপর থাকবে তিনি হলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো নয়। আইপিএলে অত্যন্ত সাদামাটা একটি মরশুম কাটানোর পর দেশের জার্সিতেও বলার মত কিছু করতে পারছেন না বিরাট। গত ইংল্যান্ড সফরে তিন ফরম্যাট মিলিয়ে সাতটি ইনিংসে মাত্র ৭৬ রান করতে পেরেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তবে যদি ফর্মে ফেরার সবচেয়ে ভালো সুযোগ চান বিরাট কোহলি তাহলে এশিয়া কাপে সেই সুযোগ হয়ে উঠতে পারে। পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ান দলগুলোর বিরুদ্ধে মোট ১৮টি ম্যাচ খেলে বিরাট কোহলির ব্যাট হাতে ৮২৯ রান করেছেন। বাংলাদেশ এবং শ্রীলংকার টি-টোয়েন্টি দলকে এই মুহূর্তে একেবারেই বিশ্বমানের দল বলা যায় না। এশিয়া কাপে বিরাটের মূল প্রতিপক্ষ এবং চ্যালেঞ্জ হবে পাকিস্তান।

kohli vs pakistan

পরিসংখ্যান কিন্তু কিং কোহলিকে নিয়ে আরও একটা তথ্য দিচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাটে এই মুহূর্তে ভারতীয় দলে থাকা ব্যাটারদের পাকিস্তানের বিরুদ্ধে যার রেকর্ড তাদের চেয়ে কয়েকজন এগিয়ে বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে চিরশত্রুদের বিরুদ্ধে বিরাট কোহলির টি-টোয়েন্টি এভারেজ ৭৭.৭৫। তারপরে সবচেয়ে ভালো পরিসংখ্যান ওয়ালা যিনি রয়েছেন তিনি হলেন গৌতম গম্ভীর (২৭.৮০)। বিরাট কোহলির পর যারা এই ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছেন সেই যুবরাজ, রাহানে আর ভারতীয় দলের অংশ নন। ফলে বিরাটের অভিজ্ঞতার ওপর বেশ কিছুটা ভরসা রাখতে হবে ভারতীয় দলকে। সেই সঙ্গে আরও একটা পরিসংখ্যান উঠে আসছে যা দেখে বিরাট কোহলির ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠবেন। বিরাট কোহলি দলে থাকাকালীন চারবার পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে রান তাড়া করেছে ভারত। আর মধ্যে তিনবার নট আউট থেকে বিরাট কোহলি দিয়েছেন। তিনবার ম্যাচের সেরা হয়েছেন এবং এই ৪ ইনিংসে তার এভারেজ ২১৮। এই চার ম্যাচে তার স্কোরগুলি হলো ৭৮, ৩৬, ৪৯ এবং ৫৫*। নিজের প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে ফের একবার অফ ফর্ম কাটিয়ে জ্বলে উঠতে পারেন কিনা বিরাট কোহলি তা দেখতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর