মৃত‍্যুর মুখ থেকে লড়াই করে ফিরলেন, ১৫ দিন পর জ্ঞান এল রাজু শ্রীবাস্তবের, স্বস্তিতে পরিবার

বাংলাহান্ট ডেস্ক: কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav) স্বাস্থ‍্য নিয়ে বড় আপডেট। দীর্ঘ ১৫ দিন পর জ্ঞান এল কৌতুকশিল্পীর। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। এই দু সপ্তাহ অত‍্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি ছিল রাজুর। এমনকি শোনা গিয়েছিল, ব্রেন ডেথের পরিস্থিতিতেও চলে গিয়েছেন তিনি। কিন্তু সবার প্রার্থনায় সাড়া দিয়ে শেষমেষ জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের।

কৌতুকশিল্পীর পরামর্শদাতা অজিত সাক্সেনা সংবাদ মাধ‍্যমকে জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা বেছে ১০ মিনিট নাগাদ জ্ঞান ফেরে রাজু শ্রীবাস্তবের। সকাল ৯ টা নাগাদ চিকিৎসকদের টিম তাঁর স্বাস্থ‍্য পরীক্ষা করেন। রাজুর জ্ঞান ফিরতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবারের সদস‍্যরা। মুখে হাসি ফুটেছে অনুরাগীদেরও যারা এতদিন ধরে একটনা প্রার্থনা করছিলেন তাঁর সুস্থ হয়ে ওঠার জন‍্য।

Raju shrivastav
কৌতুকশিল্পী তথা রাজুর ঘনিষ্ঠ বন্ধু সুনীল পাল উচ্ছ্বসিত এই সুখবর পেয়ে। সমস্ত অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, “সুখবর বন্ধুরা। রাজু ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। ঈশ্বরকে ধন‍্যবাদ। আমি বলছিলাম না যে মির‍্যাকল হবে। যে হাসায় তাকে কখনো রাগ ক‍রতে দিতে পারেন না পরমাত্মা। পরিবারকে, সব বন্ধুদের, গোটা সংসারকে যারাই প্রার্থনা করেছেন, সবাইকে জানাই ভালবাসা। রাজু ভাই তুমি হাজার বছর বাঁচো।”

চিকিৎসকরা জানিয়েছিলেন, রাজু শ্রীবাস্তবের মস্তিকের তিনটি শিরার মধ‍্যে একটি এখনো ব্লক হয়ে রয়েছে। নিউরোফিজিওথেরাপির মাধ‍্যমে চিকিৎসা চলছে তাঁর। কৌতুকশিল্পীর মানসিক চিকিৎসার জন‍্য অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর এবং শোয়ের ভয়েস রেকর্ডিং শোনানো হচ্ছে বলে খবর। সেরা চিকিৎসকদের টিম গঠন করা হয়েছে রাজুর জন‍্য।

গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন রাজু শ্রীবাস্তব। কৌতুকশিল্পীর মেয়ে জানিয়েছিলেন, বিভিন্ন জায়গায় একা একাই যাতায়াত করতেন তিনি। তাই ঠিক করেছিলেন ফিট থাকতে শরীরচর্চা করবেন। নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করতেন রাজু। তাঁর হৃদযন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা ছিল না বলেই জানান মেয়ে অন্তরা। গোটা বিষয়টাতেই খুব চমকেছেন কৌতুকশিল্পীর পরিবারের লোকেরা।


Niranjana Nag

সম্পর্কিত খবর