টাকার বিনিময়ে বয়কট করা হচ্ছে ছবি, বাতিল সংষ্কৃতি নিয়ে দর্শকদের একহাত নিলেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বয়কট ট্রেন্ড (Boycott Trend) নিয়ে অস্বস্তিতে তারকারা। সেই ছোঁয়া এসে লেগেছে টলিউডেও। ধর্মযুদ্ধ, বিসমিল্লার পর বয়কটের ডাক উঠেছে ‘লক্ষ্মী ছেলে’র বিরুদ্ধে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে সৎ রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় ছবির টিমের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজনীতিবিদ। সেখানেই তিনি মুখ খোলেন বয়কট সংষ্কৃতি নিয়ে।

তীব্র ক্ষোভ উগরে দিয়ে বাবুল সুপ্রিয় বলেন, “বয়কট ট্রেন্ড অত্যন্ত জঘন্য কারণ বলিউড বা ভারতীয় চলচ্চিত্র মানুষকে বিনোদন যুগিয়ে এসেছে। আমি দর্শকদের অনুরোধ করব তারা যেন এটা বোঝে যে বয়কট ট্রেন্ড টাকার বিনিময়ে ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে।”

babul 6
নেটমাধ্যম ছেয়ে গিয়েছে বয়কটের ডাকে। একের পর এক হিন্দি ছবি মুখ থুবড়ে পড়ছে প্রেক্ষাগৃহে। বিগ বাজেট ছবিগুলির পরিস্থিতি শোচনীয়। বিশেষ করে তিন খানের উপরে বারংবার ক্ষোভ উগরে দিচ্ছেন নেটনাগরিকরা। এ বিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, বয়কট ট্রেন্ড অত্যন্ত নোংরা এবং নিম্ন মানের চিন্তাধারা থেকে শুরু হয়েছে। প্রথমে সকলেই ভেবেছিলেন এই ট্রেন্ডে সিনেমার কোনো ক্ষতিই হবে না। কিন্তু রক্ষা বন্ধন এবং লাল সিং চাড্ডার অবস্থা প্রমাণ করে দিচ্ছে এই ট্রেন্ড কতটা ভয়াবহ।

গায়ক, অভিনেতা তথা রাজনীতিবিদের মতে, ছবির ব্যবসা আরো খারাপ হয়ে গিয়েছে কারণ করোনা পরবর্তী কালে OTT র বাড়বাড়ন্ত ফলে অনেকেই এখন আর সিনেমা হলে যেতে চান না। তাই আরো ধসে পড়ছে ব্যবসা।

সদ্য মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘লক্ষ্মী ছেলে’। সমাজের কুসংষ্কার, অন্ধবিশ্বাস এবং ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত করার চেষ্টা চালায় আমির, শিবনাথ এবং গায়েত্রী নামে তিন ডাক্তারি পড়ুয়া। মুখ্য চরিত্রে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর