বাংলাহান্ট ডেস্ক: একদিক দিয়ে বলিউড (Bollywood) তারকাদের পুরনো বিতর্কিত মন্তব্য ভাইরাল হচ্ছে। অন্যদিকে সেইসব মন্তব্যের ভিত্তিতে তারকাদের বয়কট করার দাবি ততই জোরালো হচ্ছে। তাতে এক প্রকারে আরো ইন্ধন দিচ্ছে করিনা কাপুর খান, আলিয়া ভাটের মতো অভিনেত্রীরা। তাঁরা যখন বলছেন, দর্শকরা না চাইলে সিনেমা দেখতে হবে না, তখন শাহরুখ খানের (Shahrukh Khan) একটি মন্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর বিরুদ্ধে বয়কটের ডাক ক্রমশ তীব্র হলেও অভিনেতার ক্যারিশ্মা উপেক্ষা করার সাধ্য কারোর নেই। এই বয়কটের ডাকের মাঝে শাহরুখেরও কিছু পুরনো মন্তব্য নতুন করে ভাইরাল হচ্ছে। তার মধ্যে একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়, যেখানে শাহরুখকে বলতে শোনা যায়, দর্শকদের সবসময় সম্মান করা উচিত।
এই ভিডিও ২০১৬ সালের। ইন্ডিয়ান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সূচনার সময়ে সংবাদ মাধ্যমের সামনে শাহরুখ বলেছিলেন, “এত বছর ধরে সিনেমার লোকজনদের সঙ্গে সিনেমার গল্পে কাজ করার পর আমি বুঝি যে যারা সিনেমা দেখছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার পর তাদের জন্য সম্মান থাকা উচিত, কখনোই দর্শকদের নিচু নজরে দেখা উচিত নয়। এটা বলা উচিত নয় যে দর্শকরা বোকা, তারা আমার ছবি বোঝে না। দর্শকরা সব বোঝেন।”
শাহরুখ আরো বলেছিলেন, “নিজের কাজকে সম্মান করা উচিত। আমি লজ্জা পাই, অতিরিক্ত আত্মবিশ্বাস আমার মধ্যে নেই, আমি মঞ্চের পেছনে থাকা লোকজনদের সাহায্য নিই। মঞ্চে ওঠার আগে আমি অনেক প্রস্তুতি নিই, তবুও সবসময় সবটা ঠিক হয় না।”
অতীতে অনেকেই দর্শকদের বিরুদ্ধে বলে বিরাগভাজন হয়েছেন। পিকে ছবির মুক্তির পর আমির খান বলেছিলেন, “কারোর যদি ছবিটা পছন্দ না হয়ে থাকে তাহলে তার দেখা উচিত নয়।” দু বছর আগে নেপোটিজম বিতর্কের সময়ে করিনা বলেছিলেন, “দর্শকরাই আমাদের তৈরি করেছেন। অন্য কেউ না। আজ যারা আমাদের দিকে আঙুল তুলছেন, এরাই আমাদের তৈরি করেছেন। আপনারা সিনেমা দেখতে যাচ্ছেন তো? যাবেন না। কেউ আপনাদের জোর করেননি।”
আমির করিনার ওই বিতর্কিত মন্তব্যের জের দেখা যায় লাল সিং চাড্ডা মুক্তির সময়ে। দুজনে সুর বদলালেও লাভ হয়নি কোনো। আবার আলিয়া ভাট সম্প্রতি মন্তব্য করেন, কারোর তাঁকে পছন্দ না হলে তাঁর সিনেমা দেখার দরকার নেই। অর্জুন কাপুরও মন্তব্য করেছিলেন দর্শকদের বিরুদ্ধে। এদের মাঝে শাহরুখের পুরনো মন্তব্যটি আলাদা করে নজর কেড়েছে নেটনাগরিকদের।