বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে আরম্ভ হচ্ছে এশিয়া কাপ ২০২২। ২০১৬ সালের সংস্করণের মতো এবারও প্রতিযোগিতাটি আয়োজিত করা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রথমে শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও সেই দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের কারণে প্রতিযোগিতাটির স্থানান্তর করার চিন্তাভাবনা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টটিকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে আসে। কাল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে প্রতিযোগিতার যাত্রা শুরু হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করে ফেলা হয়েছে। একটি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। অপর গ্রুপের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের সঙ্গে জায়গা করে নিয়েছে হংকং। কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবেন রশিদ খানরা। তার আগে তারকা আফগান স্পিনার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটার বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কাকে বল করা বেশি শক্ত কাজ।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেছেন, “আমার কাছে বিরাট এবং বাবর দুজনেই খুব ভালো এবং শক্তিশালী ব্যাটার। কারো বিরুদ্ধেই বল করা একদম সহজ কাজ নয়। একটা ভুল ডেলিভারিকেও তারা বাউন্ডারি রাস্তা দেখাতে কোনো ভুল করেন না। আর আমি যদি সুযোগ পাই তাদের বিরুদ্ধে বল করার তাহলে আমি তাদের লুজ বল করবোও না। এই মুহূর্তে বিরাট কোহলি হয়তো অতটা ভালো ফর্মে নেই আর বাবর আজম দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাই বলে কোহলিকে হালকা ভাবে নেওয়ার কোনো মানেই হয় না।”
রশিদ খান আরও জানিয়েছেন যে কিভাবে বিরাট কোহলি এবং বাবর আজম দের বিরুদ্ধে বল করতে গিয়ে তিনি নিজেকে একজন বোলার হিসেবে আরও উন্নত স্তরে তুলে নিয়ে যেতে পেরেছেন। তাদের সঙ্গে কেনু ইলিয়াম স্থানের নাম নিয়েছেন তারকা আফগান স্পিনার। তিনজনের সঙ্গেই কথা বলে নিজের বোলিংকে আরো ধারালো করে তুলেছেন তিনি।
আফগানিস্তান স্কোয়াড: মহম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতুল্লাহ শাহিদি, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নাভিন আহমেদ, নাভিন আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি,
স্ট্যান্ডবাই: নিজাত মাসুদ, কায়েস আহমেদ, শরাফুদ্দিন আশরাফ।