বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) বনাম দক্ষিণের (South Film Industry) লড়াই অনেকদিন আগেই শুরু হয়েছে। প্রথমে সবটাই ছিল আড়ালে আবডালে। সুযোগ বুঝে দক্ষিণী তারকারা কটাক্ষ করলে পালটা তীর আসত হিন্দি ইন্ডাস্ট্রি থেকেও। কিন্তু নিজেদের দর্শকরাই মুখ ফিরিয়ে নেওয়ার পর উত্তর দেওয়ার মতোও মুখ রইল না বলিউডের। বিগত দেড় বছরে হাতে গোনা কয়েকটি ছবি হিট হয়েছে বলিউডের। ফ্লপের সংখ্যা দেখে একাধিক ছবির শুটিং রদ করে দেওয়া হয়েছে।
এর মধ্যেও গুটি কয়েক তারকা বয়কট সংষ্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কিন্তু উত্তরে বয়কটের ডাক দ্বিগুণ হতে মৌনব্রত ধারণ করেছেন প্রায় সকলেই। এমন কঠিন পরিস্থিতি বলিউডকেই একহাত নিলেন প্রবীণ অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তিনি সেইসব অভিনেতাদের মধ্যে একজন যারা বলিউডের খরার সময়ে একটু সবুজের সন্ধান দিয়েছিলেন।
অনুপম অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’এর হাত ধরে মা লক্ষ্মী এসেছিল বক্স অফিসে। কিন্তু
ধনদেবীকে ধরে রাখতে পারেনি বলিউড। তারপর থেকে ইন্ডাস্ট্রির করুণ দশা এক রকম তারিয়ে তারিয়েই উপভোগ করছেন অনুপম খের। সুযোগ বুঝে প্রকাশ করছেন নিজস্ব মত। তিনিই আবারো উসকে দিয়েছেন বলিউড ও সাউথের দ্বন্দ্ব।
হিন্দি বলয়ে ব্যবসার ক্ষেত্রে বলিউডের দুই বিগ বাজেট ছবি লাল সিং চাড্ডা এবং রক্ষা বন্ধনকে পেছনে ফেলে দিয়েছে তেলুগু ছবি ‘কার্তিকেয় ২’। এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির নায়ক নিখিল সিদ্ধার্থর সঙ্গে তিনি বলেন, দর্শকদের জন্য ছবি তৈরি হয়। যেদিন থেকে দর্শকদের ছোট করে দেখা হয়, সমস্যাটা শুরু হয় সেদিন থেকেই।
অনুপম বলেন, দর্শকদের জন্য একটা ভাল ছবি বানিয়ে তাদের কোনো অনুগ্রহ করছে না অভিনেতা অভিনেত্রীরা। সবাই মিলে পরিশ্রম করলে একটা ভাল জিনিস তৈরি করা যায়, সেটা তেলুগু ছবিতে কাজ করেই তিনি শিখেছেন বলে জানান অনুপম। তামিল ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। এরপরে কাজ করবেন মালয়ালম ছবিতে।
এরপরেই বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রি সম্পর্কে অভিজ্ঞ অভিনেতা বলেন, “আমি দুটোর মধ্যে ফারাক করছি না, তবে আমার মনে হয় ওদে্য সিনেমা অনেক প্রাসঙ্গিক, কারণ ওরা হলিউডকে নকল করে না। ওরা গল্প বিক্রি করছে, আর আমরা বেচছি তারকা।”
হিন্দি ছবিগুলি বয়কটের পর টুইটারে অনেকেই কার্তিকেয় ২ এর প্রশংসা করেছিলেন। এই ছবি এখন ব্লকবাস্টার হওয়ার দিকেই এগোচ্ছে। কিছুদিন আগেই উচ্ছ্বাস প্রকাশ করে অনুপম লিখেছিলেন, ‘আমার তো কপাল খুলে গেল বন্ধুরা! দ্য কাশ্মীর ফাইলস এর পর কার্তিকেয় ২ ও ব্লকবাস্টার।’