অপমান করেছিলেন দর্শকদের, করিনাকে ভাতে মারতে এবার তাঁর গাড়ির ব্র‍্যান্ডকেও বয়কটের ডাক নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: ‘আসতে হবে না সিনেমা দেখতে, কেউ জোর করেনি’, করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) এই মন্তব‍্য যে দু বছর পরেও তাঁর জীবনে ফাঁড়া ডেকে নিয়ে আসতে পারে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি বেবো। ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে বয়কটের দাবিতে উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। আমির করিনার এমনি কিছু বিতর্কিত মন্তব‍্য তুলে ধরে বয়কটের ডাক দেওয়া হয় ছবিটিকে।

সেই ডাক সফলও হয়েছে। ১৮০ কোটি বাজেটের লাল সিং চাড্ডার ১০০ কোটি তুলতেও কালঘাম ছুটে যাচ্ছে। শুধু তাই নয়, ছবির অভিনেতা অভিনেত্রীকেও বয়কটের ডাক দিয়েছেন নেটনাগরিকরা। করিনা যাতে কোনো কাজ না পান তার জন‍্য সুর চড়িয়েছেন তারা। এমনকি একটি নামী গাড়ির ব্র‍্যান্ডকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। যেহেতু ওই গাড়ির ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর করিনা।

Kareena 2
টুইটে একজন ‘হ‍্যাশট‍্যাগ বয়কট মার্সিডিজ’ বলে ট্রেন্ড শুরু করেছেন। ওই গাড়ি সংস্থার হয়ে বিজ্ঞাপন, ফটোশুট, প্রচার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর বিরুদ্ধে ঘৃণা এতটাই তীব্র যে ব্র‍্যান্ডগুলিকেও ছেড়ে কথা বলছেন না নেটনাগরিকরা।

পাশাপাশি ক্ষোভের মুখে পড়েছেন করিনার দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীর। নেটিজেনদের কয়েকজন প্রশ্ন করেছেন, হিন্দু নাম কি কম পড়েছিল যে মুসলিম নাম রেখেছেন তিনি ছেলেদের? উল্লেখ‍্য, তৈমুর এবং জাহাঙ্গীর নাম রাখার জন‍্য এর আগেও একাধিক বার তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে করিনাকে।

করিনার বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয় দু বছর আগে। নেপোটিজম বিতর্কের সময়ে করিনা বলেছিলেন, “দর্শকরাই আমাদের তৈরি করেছেন। অন‍্য কেউ না। আজ যারা আমাদের দিকে আঙুল তুলছেন, এরাই আমাদের তৈরি করেছেন। আপনারা সিনেমা দেখতে যাচ্ছেন তো? যাবেন না। কেউ আপনাদের জোর করেননি।”

Kareena laal
আমির করিনার ওই বিতর্কিত মন্তব‍্যের জের দেখা যায় লাল সিং চাড্ডা মুক্তির সময়ে। দুজনে সুর বদলালেও লাভ হয়নি কোনো। পরবর্তীকালে করিনা বলেছিলেন, দর্শকরা যেন তাঁর ছবি বয়কট না করে। কারণ এটা খুব সুন্দর একটা ছবি। তাঁরা তিন বছর ধরে অপেক্ষা করেছেন এই ছবির মুক্তির জন‍্য।

তাই অভিনেত্রী আর্জি জানিয়েছিলেন, দর্শকরা যেন দয়া করে তাঁদের ছবিটি বয়কট না করেন। নয়তো খুব সুন্দর একটা ছবি তারা মিস করবেন। কিন্তু দর্শকরা তো হলমুখো হনইনি, উল্টে করিনাকেও এবার বয়কট করার দাবি জোরালো হয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর