হার মানবে বিদেশি ঝাঁ চকচকে ব্রিজও, আজই ‘অটল সেতু”র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! রইল ছবি

বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ শনিবার গুজরাতের আমদাবাদে সবরমতী নদীর (Sabarmati River) উপর অটল সেতুর (Atal Setu) উদ্বোধন করতে চলেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) নামে এই সেতু প্রধানত পথচারীদের জন্যই তৈরি করা হয়েছে৷ এ ছাড়া এই সেতু ব্যবহার করতে পারবেন সাইকেল আরোহীরাও।

7f659e4f 73cb 4f0d 8918 e67b9ffd3196

   

আমদাবাদের ভয়ংকর যানজটে পড়ার বদলে কোনও যানবাহনের সাহায্য ছাড়াই পথচারিরা পেরিয়ে যেতে পারবেন সবরমতী নদী ৷ এমনকি সবরমতী নদীর অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন পথচারীরা। যাত্রীদের জন্য সুন্দর ভাবে সাজানো রাস্তাও রয়েছে এই সেতুতে৷ তাঁরা উপরের ও নীচের, দুই অংশের সরণিই ব্যবহার করতে পারবেন বলে জানা যাচ্ছে।

ac4d70c0 c14f 436a b786 68286d76be8f

জানা গিয়েছে মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু৷ সেতুটির ছাদ তৈরি হয়েছে রঙিন ফ্যাব্রিকে। সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলের সাহায্যে। আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব ছিল অটল সেতু তৈরি করার। এই সেতুর প্রধান বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নক্সা এবং এলইডি আলোর খেলা। ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া এই সেতুর পশ্চিম দিকে সৌন্দর্যায়নের অন্যতম অঙ্গ ফুলের বাগান ৷ পূর্বদিকে থাকবে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র।

97a555ca 3fff 45b2 b178 4972248d707c

 

সবরমতীর নদীর উপর আলোর মালায় সাজানো অটল সেতুর ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অটল সেতু উদ্বোধন ছাড়াও গুজরাতে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে৷ আজ শনিবার থেকে আগামী রবিবার পর্যন্ত দু’দিনের সফরে তিনি থাকবেন গুজরাতেই। শনিবার বিকেলে ‘খাদি উৎসব’-এ বক্তৃতা দেবেন তিনি। নিজের মায়ের কাছে যাওয়ারও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদি শেষবার মাকে দেখতে গিয়েছিলেন মাতৃদিবসের দিন। সেদিন পরম মমতায় মায়ের পা ছুঁয়ে প্রধানমন্ত্রীর প্রণাম করার ছবি ছেয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে।

6d83fe5c e995 4aa2 9ea3 d1284e8a9420

Avatar
Sudipto

সম্পর্কিত খবর