বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তাপ অনেকদিন আগে থেকেই চড়তে শুরু করে দিয়েছিল। দুই দলই বেশ কিছু সময় ধরে আকর্ষণীয় ক্রিকেট খেলে আসছে। ফলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন যে এশিয়া কাপেই তারা বিশ্বকাপের টিম কম্বিনেশন ট্রাই করে নিতে চান। তাই অনুশীলনে যথেষ্ট সিরিয়াস দেখাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের।
এরই মধ্যে অনুশীলনের ফাঁকে রোহিত শর্মার এক অন্যরকম রূপ দেখা গেল। তখন যেন তিনি আর দায়িত্বশীল একজন ক্রিকেটার নন যিনি নিজের দেশের অধিনায়কত্বের দায়িত্ব রয়েছেন। তিনি তখন যেন একজন সাধারণ মানুষের মতোই সকলের কাছের বন্ধু যাকে দুটো ভালো কথা বলেই আপন করে নেওয়া সম্ভব।
সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল যে রোহিত শর্মার এই বিশেষ রূপটি দেখতে পেলেন একগুচ্ছ পাকিস্তানি ক্রিকেট প্রেমী। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে যখন রোহিত শর্মার ঘাম ঝড়াচ্ছেন, তখন বেশ কিছু পাকিস্তানের ক্রিকেটপ্রেমীর সেই অঞ্চলে ভিড় জমিয়েছিলেন। বাউন্ডারি লাইনের ফেন্সিং এর ওপারে দাঁড়িয়ে তারা ক্রিকেটারদের অনুশীলন প্রত্যক্ষ করেছিলেন। এরই মাঝে তারা রোহিত এবং ভারতীয় দলের ফিজিক্যাল কন্ডিশন ট্রেইনার সোহম দেশাইকে অপেক্ষাকৃত কাছাকাছি জায়গায় কিছু আলোচনা করতে দেখে তাদের ডাকতে শুরু করেন।
নানান রকম ভাবে তারা রোহিত শর্মার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেন এবং তাকে কাছে ডাকতে থাকেন। রোহিত শর্মা একবার তাদের দিকে তাকিয়ে হাসলেন তাদের উৎসাহ আরো বেড়ে যায়। তাদের মধ্যে একজন বলে ওঠেন, “ভারতীয়রা জানেনা রোহিত শর্মা এখন কোথায় রয়েছেন কিন্তু আমরা জানি”। একজন আবার বলে ওঠেন, “রোহিত ভাই, আমরা ভারতকেও পুরোপুরি সমর্থন করবো,এবার তো আমার কান্না চলে আসছে, একবার এসো।”
এরপর রোহিত শর্মা এগিয়ে এসে প্রত্যেকের সঙ্গে দেখা করেন এবং কিছুক্ষণ সময় কথা বলেন। একজন পাকিস্তানি ক্রিকেট সমর্থক ফেন্সিংয়ের উল্টোদিক থেকে আলিঙ্গনের ভঙ্গি দেখালে রোহিতও এই পাড় থেকে তাকে ছদ্ম আলিঙ্গন ফিরিয়ে দেন। তারপর ফের অনুশীলন করতে ফিরে যান রোহিত। পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা রোহিত শর্মার তাদের সঙ্গে কথা বলার প্রসঙ্গে বলেছেন, “আমরা খুবই খুশি। আমরা অনেক দূর থেকে তাদের এই জায়গায় অনুশীলনের খবর পেয়ে তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। অন্তত রোহিতের সাথে তো দেখা হল।”
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!