বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে রেল যাত্রীদের সংখ্যা। এমনকি, দেশের পরিবহণ ব্যবস্থার অন্যতম মূল স্তম্ভ হল রেল পরিষেবা। আর সেই কারণেই নিত্যদিনের যাতায়াতের পাশাপাশি দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রেও রেলপথকেই (Indian Railways) ভরসা করেন যাত্রীরা। কিন্তু, আপনি কি জানেন আমাদের দেশেই এমন একটি রাজ্য রয়েছে যেখানে এতদিন যাবৎ মাত্র একটি রেলস্টেশন ছিল? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি।
শুধু তাই নয়, দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় পরে সম্প্রতি দ্বিতীয় রেলস্টেশন পেল ওই রাজ্য। বর্তমান প্রতিবেদনে আমরা সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। মূলত, নাগাল্যান্ডে এতদিন যাবৎ একটিই রেলস্টেশন ছিল। যেটির নাম ছিল ডিমাপুর রেলওয়ে স্টেশন। ১৯০৩ সালে চালু হওয়া এই স্টেশনটির মাধ্যমেই দেশের পূর্ব প্রান্তের রাজ্যটির সাথে যোগাযোগ চলত।
তবে, দীর্ঘ একশো বছরেরও বেশি সময় পরে নাগাল্যান্ডে শুরু হল দ্বিতীয় রেলস্টেশনের যাত্রা। জানা গিয়েছে, নতুন ওই স্টেশনটির নাম হল শোখুভি। ডিমাপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই স্টেশন। গত শুক্রবার মহাসমারোহে উদ্বোধন করা হয় ওই স্টেশনের। শুধু তাই নয়, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও শোখুভি স্টেশনে দাঁড়িয়ে দোন্যি পোলো এক্সপ্রেসের যাত্রার সূচনাও করেন।
এদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে টুইট করে জানান যে, “নাগাল্যান্ডের জন্য আজ সত্যিই একটি ঐতিহাসিক দিন। আজ আমাদের রাজ্য একশো বছরেরও বেশি সময় পর ধানসারি-শোখুভি লাইন দ্বিতীয় রেলস্টেশন পেল।” পাশাপাশি, তিনি আরও জানান, “দোন্যি পোলো এক্সপ্রেস এই বার থেকে শোখুভি স্টেশনেও চলবে। যার ফলে নাগাল্যান্ড ও মণিপুরের যাত্রীরা গুয়াহাটি যাওয়ার জন্য একটি বিকল্প পথ পাবেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, নাগাল্যান্ডের মতো পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা সবসময়ই প্রশ্নের মুখে রয়েছে। এমনকি, রেলের কাজের জন্য জমি পেতেও সমস্যা হয়। শোখুভি স্টেশন তৈরির কাজও অনেক দিন ধরেই চলছিল। মূলত, প্রয়োজনীয় জমি পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। তবে, শেষ পর্যন্ত এই স্টেশন শুরু হওয়ায় খুশি হয়েছেন স্থানীয় মানুষ। জানিয়ে রাখি যে, নাগাল্যান্ডের শোখুভি গ্রামে অবস্থিত নতুন এই স্টেশনটির রেলওয়ে কোড হল “এসকেএইচভি”। মোট দু’টি প্ল্যাটফর্ম এবং তিনটি রেলওয়ে ট্র্যাক রয়েছে এই স্টেশনে। সর্বোপরি, ধানসারি-জুবজা লাইনে এটাই হল প্রথম স্টেশন।
এই প্রসঙ্গে নাগাল্যান্ডের মন্ত্রী জেকব ঝিমোমি জানিয়েছেন, নতুন এই স্টেশনে দোন্যি পোলো এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণের ফলে রাজ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কার্যকলাপ অনেকটাই বৃদ্ধি পাবে। পাশাপাশি, নিকটবর্তী রাজ্যগুলির সাথে পারস্পরিক সম্পর্ক আরও উন্নত হবে বলেও মনে করেছেন তিনি। এছাড়াও, উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জানান, ‘‘ভারতীয় রেলের জন্য এটা সত্যিই একটা গর্বের দিন। আমরা উত্তর-পূর্বের সব রাজ্যের রাজধানীগুলিকে এভাবেই রেলপথের মাধ্যমে সংযুক্ত করার চেষ্টা করছি।’’