বাংলা হান্ট নিউজ ডেস্ক:দীর্ঘদিন পরে ফের একবার ডার্বির আমেজ টের পাচ্ছে শহর কলকাতা। দুই বছরেরও বেশি সময় পরে ভরা গ্যালারিতে মুখোমুখি হচ্ছে লাল হলুদ এবং সবুজ মেরুন। সমর্থকদের এই ম্যাচ নিয়ে আবেগের অন্ত নেই। ইতিমধ্যেই টিকিটের হাহাকার থেকে শুরু করে লাল হলুদ বা সবুজ মেরুন পতাকা নিয়ে সমর্থকদের মিছিল, ঠিক যেন দুই বছর আগের পরিস্থিতি ফের ফিরে পেয়েছে বাংলার ক্রীড়াপ্রেমীরা। আপাতত কোন দল খাতায়-কলমে এগিয়ে সেই পরিসংখ্যান অর্থহীন হয়ে পড়েছে সমর্থকদের আবেগের সামনে।
খাতায়-কলমে যে এটিকে মোহনবাগান অনেকটাই এগিয়ে তাতে কোন সন্দেহ নেই। এখন অবধি ইস্টবেঙ্গলের সঙ্গে সাক্ষাতে অপরাজিত রয়েছে তারা। শেষ দুই বছরে আইএসএল এর মঞ্চে একটি ম্যাচে তারা হাড়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে। যদিও চলতি টুর্ণামেন্টে এখন অন জয়ের দেখা পায়নি তারা। ডুরান্ডে দুটি ম্যাচ খেলে দুটিতেই এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করেছে জুয়ান ফের্নান্দোর ছেলেরা। আশিষ রাই, লিস্টন কোলাসোরা ভালো ফুটবল খেললেও দল জয়ের দেখা যাচ্ছে না। তবে আজকেই চিরপ্রতিদ্বন্দ্বী রায়ের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিতে চাইবে সবুজ-মেরুন শিবির।
অপরদিকে ইস্টবেঙ্গল ভুগছে একজন জেনুইন গোল স্কোরার হবে। গত দুই ম্যাচে ভিপি সুহের স্ট্রাইকার হিসেবে খেলে অসংখ্য সুযোগ পেয়েও গোলের মুখ খুলতে পারেননি। এই ম্যাচে চোটের জন্য তাকে পাওয়া যাবে না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রো এই ম্যাচের শুরু থেকে খেলতে পারেন। ডিফেন্সে চুংগুঙ্গার সঙ্গে ইরফান গঞ্জালেজ জুটি বাঁধতে পারেন আজ। বাঁ প্রান্ত থেকে তুহিন দাস এবং ডান দিক থেকে অনিকেত যাদবের গতি এবং ক্রসগুলি আজও এটিকে মোহনবাগানকে সমস্যায় ফেলার জন্য ইস্টবেঙ্গলের প্রধান ভরসা। তবে এই মুহূর্তে ফিটনেস এর অভাবে কিছুটা ভুগছে লাল-হলুদ দল। ম্যাচের শুরু থেকে গোল তুলে না নিতে পারলে ৬০ মিনিটের পর থেকে চাপ ক্রমশ বাড়তে থাকবে তাদের ওপর।
ইমামি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ-
কমলজিৎ সিংহ (গোলরক্ষক), লালচুংগুঙ্গা, ইভান গঞ্জালেস, জেরি লালরিনজুয়ালা, মহম্মদ রাকিপ, তুহিন দাস, অনিকেত যাদব, অ্যালেক্স লিমা, অমরজিৎ সিং খৈয়াম, এলিয়ান্দ্রো, সুমিত পাসি
এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ-
বিশাল কাইথ (গোলরক্ষক), শুভাশিস বোস, ফ্লোরেন্তিন পোগবা, আশিস রাই, প্রীতম কোটাল, লিস্টন কোলাসো, হুগো বুমো, কার্ল ম্যাকহিউ, আশিক কুরুনিয়ান, জনি কাউকো
মনবীর সিংহ