মোটে ১.৬ রেটিং! সবথেকে জঘন‍্য ছবির মধ‍্যে দ্বিতীয়, সুপারস্টার হতে এসে ফ্লপস্টার হয়ে ফিরছেন বিজয়

বাংলাহান্ট ডেস্ক: অনেক আশা নিয়ে এসেছিলেন বলিউডে (Bollywood)। তেলুগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে (Vijay Deverakonda) কার্যত ছুঁড়ে ফেলল দর্শকরা। প্রথম হিন্দি ছবি চিরকালের জন‍্য দাগ ফেলে দিল অভিনেতার কেরিয়ারে। যিনি ‘ডিয়ার কমরেড’, ‘অর্জুন রেড্ডি’, ‘গীত গোবিন্দম’ এর মতো ছবি দিয়েছেন, তিনি ধরাশায়ী হলেন ‘লাইগার’এ (Liger)। দুঃস্বপ্নের মতো হয়ে রইল বিজয়ের বলিউড ডেবিউ।

IMDb তে ১০ এ মাত্র ১.৬ রেটিং পেয়েছে লাইগার। সবথেকে কম রেটিংয়ের ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিজয় ও অনন‍্যা পাণ্ডে অভিনীত লাইগার। আর প্রথম স্থানে কোন ছবি? কামাল আর খান ওরফে কেআরকের ‘দেশদ্রোহী’। মোটে ১.২ রেটিং পেয়েছিল সে ছবি। বলিউডের সর্বকালের সবথেকে খারাপ ছবির তকমা দেশদ্রোহীকেই দিয়েছেন দর্শকরা।

Vijay deverakonda
সবথেকে কম রেটিং প্রাপ্ত বলিউড ছবির তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের ‘আগ’, অভিষেক বচ্চনের ‘দ্রোণ’, সইফ আলি খানের ‘হামশকলস’, অজয় দেবগণের ‘হিম্মতওয়ালা’, অক্ষয় কুমারের ‘তিস মার খান’, প্রিয়াঙ্কা চোপড়ার ‘লভস্টোরি ২০৫০’র মতো ছবি। এই তালিকায় এবার জায়গা করে নিল লাইগারও।

গত ২৫ অগাস্ট মুক্তি পেয়েছে বিজয় অনন‍্যা অভিনীত ‘লাইগার’। দ্বিতীয় দিনে ৪.৫০ কোটি টাকা তুলেছে এই ছবি। দুদিনে মোটে ৯.৬৫ কোটি টাকার ব‍্যবসা করেছে লাইগার। তবে রবিবার ভারত পাকিস্তানের ক্রিকেট ম‍্যাচ থাকায় ব‍্যবসার পরিমাণ আরো খানিকটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রথম দিনে মোট ৩৩ কোটি টাকার ব‍্যবসা করেছিল লাইগার। তবে মূলত ব‍্যবসার পরিমাণ এসেছিল দক্ষিণ ভারতীয় রাজ‍্যগুলি থেকেই। বলিউডের বয়কট সংষ্কৃতি, দুর্বল চিত্রনাট‍্য এবং ততোধিক দুর্বল অভিনয় লাইগারের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর